নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫



বীরাঙ্গনা
---------- মোঃ রুহুল আমীন ।

বারাঙ্গনা নহ তুমি,
তুমি বরিষ্ঠা বীর-নারী,
গরিমা এ জাতির ।
মুক্তিকামী মানুষের
তুমি নমস্যা পুজনীয়া ।
সেদিন একাত্তুরে
যে তুমি ছিলে ধর্ষিতা নির্যাতিতা
নিজগৃহে নয়তো বাঙ্কারে,
হায়েনার হিংস্র আঁচড়ে
সর্বাঙ্গ যার হয়েছিল ক্ষতবিক্ষত,
নরপশুর নারকীয় কামদাহে
যার কনকপ্রভ কোমলাঙ্গ
হয়েছিল বিবর্ণ ধূসর
পোড়ামাটি,
শতধাছিন্ন অঙ্গাবরণে
যে ছিল সেদিন বিবসনাপ্রায়,
সম্ভ্রম হারায়ে
যে হয়েছিল সর্বস্বহারা,
ক্লান্তি অবসাদে
যার চঞ্চল চরণকমল
ছিল নিশ্চল যেন অচর পাথর,
বিস্রস্ত কুন্তলে যে ছিল সেদিন
ভাবলেশহীন উদাশীন
পাগলিনীপ্রায়,
সে নহে অন্য কেহ,
সে তুমি -
আমাদেরই জননী কারো,
কারো কণ্যা ভগ্নি জায়া
কিংবা মানসী প্রেমাস্পদ ।
সেদিনের তোমার হৃত সম্ভ্রম
আজ আমাদের স্বাধীনতা,
তোমার রক্তাক্ত উড়নী
আমাদের জাতীয় পতাকা ।
আজ এসো তুমি,
এসো বিজয়ীনি বেশে,
এই বিজয় দিবসে ।
বিজয়োল্লাসে হৃদয়ের ক্ষত
পাঠাও বিবাসে,
জীর্ণশীর্ণ দেহে জড়াও যতনে
বিজয়ের উজোর আঁচোর ।
এসো আজ তোমারে বরি
পরম শ্রদ্ধায়,
কৃতজ্ঞতায় ।
----*----

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নিলু বলেছেন: লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.