নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৮


আবারও তুমি
--------------- মোঃ রুহুল আমীন ।
অদৃশ্য অন্তর্লোকে
তুমি চিরবিরাজিতা,
অন্তহীন আলোর রোহিনী
দিনে এবং রাতে;
আলো-আধারিতে অধরা ছায়াসঙ্গী,
সারাক্ষণ ঘুরঘুর অগ্র-পশ্চাতে,
অন্তরে বাহিরে চারিপাশে ।
অত্যুচ্চ হিমাদ্রীর তুষারাবরণে
তুমি নিজেরে আড়াল-করা
অপার প্রেম-প্রস্রবণ;
সুকঠিন মেঘশিলার অন্ত্ররালে
অবর্ষিত অজস্র বৃষ্টির ফোঁটা,
গা-কাঁটা-দেয়া অবিদিত
শিহরণ অনুপম ।
নিশীথ নিবিড় কোমল-কুন্তল বনে
কদম্ব-কবরী সম্ভারে
তুমি সোহাগি আহ্লাদী;
নিশির শিশির ধোয়া অমল কমলকলি,
প্রভাতে সুপর্ণা স্মিতাননা- পুণ্যদর্শন,
অনঙ্গ ভঙ্গিতে নিরন্তর নৃত্যরতা
নিস্তরঙ্গ মানসসরোবরে ।
কনকপ্রভ তব রূপের ঈর্ষায়
শরদিন্দু জড়ায় গলে শরমের ফাঁসি ।
দূর অঞ্জাত কোন স্বর্গলোক হতে
তুমি ভেসে আসা মহুয়ার গন্ধবহ;
সর্বাঙ্গ ছুঁয়ে-যাওয়া নির্মল বাসন্ত মলয়
বাড়ন্ত বেলায়, কৈশোরে যৌবনে ।
তপনতপ্ত মরুময় জীবন প্রান্তরে
তুমি দূরান্তর স্নিগ্ধ মরূদ্যান-
মায়াময় মরিচিকা, আলেয়ার হাতছানি ।
নয়নাসারে প্লাবিত মম বক্ষতলে
তুমি আশা-নিরাশার
ক্ষণস্থায়ী ক্ষীণ বুঁদ্ বুঁদ ,
সপ্তস্বপ্নের বিচিত্র রংধনু
বার বার,
প্রতিবার ।
-------*------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩০

অবনি মণি বলেছেন: সে বোধয় আমার মতো ! :)

ভালো লেগেছে !

১২ ই মে, ২০১৫ রাত ৯:২৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: হবে হয়তো------ ভাল লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.