নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

কালবৈশাখী
------------ মোঃ রুহুল আমীন ।
এসো বিভুতিভূষণা,
অসম্বাধগতিতে এসো,
রুক্ষকেশ এলায়ে গগনে
এসো অসংবৃতা, রুদ্ররূপিনী;
বিজুরীর ত্রিপুন্ড্রধারিণী এসো,
এসো হয়ে পতিতপাবনী
পাপিষ্ঠের লাগি ।
এসো বিঘোষিয়া ঈশাণ বিষাণে
অবিসহ্য গ্রীষ্মাগম-
কুম্ভীপাক নরকের দাহ ।
এসো নিদয়া নিদহরা,
বজ্রের হুঙ্কারে
পাপাত্মারে কর প্রকম্পিত,
মেঘকৃষ্ণ শাড়ির আঁচলে
আড়াল কর আলোর দেবতায়;
অন্ধকারে কর নিক্ষেপ
দুর্বিনীত দুরাচারী জনপদ,
রাখ তটস্থ ত্রাসে দিনমান;
জাগাও মদমত্ত মানুষেরে
প্রচন্ড ঝড়ের অভিঘাতে,
প্রলয় তান্ডবে রেখে যাও
ভয়ঙ্কর নিদর্শন কিছু,
যাও জানান দিয়ে
ত্রিশঙ্কুর করুণ দশার ।
পুণ্যার্থীর শিরে ঢালো নবোদক,
গঙ্গোদকে ভরে দাও কৃতাঞ্জলি তার,
পুষ্পাসারে তারে অভিষিক্ত কর;
কয়ড়া আর করকার প্রসাদ বিলাও
নিস্পাপ শিশু কিশোর মাঝে ।
ত্রিদিব ছাপিয়ে এসো তুমি,
এসো কাঁপায়ে ভূ-তল,
এসো আজ পহেলা বৈশাখে,
পুণ্যাহের দিনে ।
এসো ত্রিসন্ধ্যায়,
যদি মন চায় ।
---*---

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

***মহারাজ*** বলেছেন: শুভ নববর্ষ

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অগ্রিম শুভনববর্ষ ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা--------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.