নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে জুন, ২০১৫ রাত ৯:৫৫


কোন্ তাপে
------------ মোঃ রুহুল আমীন

কোন্ তাপে তুমি তপস্বিনী ওগো?
কোন্ যোগিয়া শ্রবনে যোগিনী?
বিরহে কাহার বিবাগী বৈরাগী,
নির্জন বনবাসিনী?
কেন তোমার এই কৃচ্ছ্র-সাধন?
মলিন অপরূপ ভোগায়তন?
অনূপ কেন নলিন নয়ন?
প্লাবিত বক্ষ মেদিনী?
হারায়ে কারে খোঁজ বৃন্দাবন?
অনিবদ্ধ কেশ, বিস্রস্তবসন?
ক্লান্ত দু’পা জড়ায়ে কাঁদে
পুষ্পিতা বন বৎসাদনী?
কেন তোমার ওই বদরবদন
বিষণ্ন আজ, বিবর্ণ এমন?
কোন অভিমানে সুভাষিণী আজ
অমন নির্বাক-ভাষিণী?
অতন্দ্র রজনী কাটে কার শোকে?
কোন্ হাহাকার বাজে ওই বুকে?
আঁচলচাপা বোবা কান্নায়
বিষন্ন বিধুর বনানী?
কাটাতে কাহার শনি-গ্রহফের,
গ্রহশান্তির তব আয়োজন ঢের?
পতিতপাবনী কেন নিজে আজ
এমন নিরম্বুব্রতিনী?
আলক্ত তোমার চপল চরণ
কেন নিশ্চল স্থবির এমন?
অন্তর্জলিযাত্রায় কালিন্দীকুলে
কে তুমি? কার অন্তর্বাসিনী?
---*---

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫১

অঝোরে কষ্ট বলেছেন: কঠিন কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.