নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে জুন, ২০১৫ রাত ৮:২০

তোমাকে ভালবেসে
--------------------- মোঃ রুহুল আমীন ।
তোমাকে ভালবাসার তিন যুগ
অতিক্রান্ত দু’বছর আগেই ।
সময়ের এই দীর্ঘ পরিসরে
কত নদীর একূল ওকূল
দু’কূলই ভেঙ্গেছে,
কত নদী হারায়েছে পথ,
হয়েছে স্থিতগতি মাঝপথে,
হয়নি যাওয়া সাগরসঙ্গমে ।
প্রেমানলে জ্বলে পুড়ে
উল্কা কত হয়েছে ভস্মীভূত,
ধরিত্রীরে হয়নি পাওয়া বুকে ।
কমল-কোমল করপল্লবে
না পেয়ে ঠাঁই
কুঞ্জতলায় কত শেফালী বকুল
ঝরেছ নীরবে, মিশেছে ধুলায়
উপেক্ষায় অবহাসে ।
কত বিবাগী বিরহীর
ক্রন্দন বুকফাটা
বজ্র হয়ে বেজেছে ঈশানে,
ত্রসনে তার কেঁপেছে ভূ-তল ।
না-বলা কথারা কত
হয়ে দীর্ঘস্বাস মিশেছে বাতাসে,
প্রতপ্ত ক্রদ্ধ প্রহরে
ঘটায়েছে ঝঞ্জা প্রলয় ।
নিষন্ন মেঘভারে বিষন্ন আকাশ
এনেছে ডেকে নূহের প্লাবন ।
এসবের মাঝে
ঘাত-প্রতিঘাত সয়ে সয়ে
আমি আজও আছি,
আছি নিবিষ্ট চিত্ত অবিচল
তোমাতেই ।
তুমি এর সবই জান ।
-----*-----

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.