নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩

প্রথমা
------- মোঃ রুহুল আমীন ।
দুরন্ত কৈশোরে সাঁতরে যখন
ওপারে উপনীত ব্রহ্মপুত্র তটে,
তখন সুপ্ত কামনার তপ্ত বালুচরে
তুমিই আমার প্রথম দেখা
বাড়ন্ত ঝাউগাছ ।

বোশেখের নহলী যৌবনে
প্রেমোত্তাপে যখন প্রতপ্ত দেহমন,
আমার সর্বাঙ্গে তখন তুমিই
বৃষ্টির প্রথম ফোঁটা- নবোদক,
সপ্রেম স্পর্শ শিহরণ ।

অকারণ অবান্তর ভাবনায়
যখন আচ্ছন্ন সারাদিন,
বিমূর্ত বিমোহতায় বিষন্ন কাতর,
তখন তুমিই আমার প্রথম
দেখা সুহাসিনী অনুপম,
বিজলী বিস্ময় ।

উপেক্ষায় অবহাসে
হৃদয় বিমর্ষ যখন, ভগ্নপ্রায়,
তখন হরষে চকিতে
অশ্রু-সিক্ত শাদ্বল প্রাঙ্গনে
তুমিই আমার প্রথম দেখা মনময়ূরী,
নটিনী ভঙ্গিতে পেখম মেলে-ধরা ।

যখন তুমি দুরন্ত যৌবনা,
তরতর বয়ে যাওয়া
কূলভাঙ্গা এক আষাঢ়ী তটিনী,
তোমার ঐ উর্মিল স্ফীত বক্ষে
তখন আমার প্রথম সন্তরণ,
অবগাহন;
সুললিত তরঙ্গভঙ্গ সাথে
প্রথম জলকেলি ।

শ্রাবণের অবিরাম বরিষনে
প্রকৃতি স্তব্ধ যখন, পুলকিত,
শীকরের মরমী ঝাপটায়
যখন ঝাপসা দুচোখ,
তখন নিজন নীপবনে দূরে
তুমিই আমার প্রথম দেখা
প্রহ্লাদে প্রস্ফুটিত কদম্বকুসুম,
হরিদ্রাভ সুষমায় আহ্লাদিত,
হরষে নিষিক্ত বৃষ্টির জলে
সখিকুল সাথে ।

যখন, যেন কার কুন্তল সুবাসে
বাতাস বিমোহিত, সুবাসিত চারিদিক,
আর আমিও উজাগর সারারাত,
তখন তুমিই আমার প্রথম দেখা
সুকেশিনী এলোকেশী,
দন্ডায়মান বাতায়ন পাশে
চুপিসারে একাকী ।

জীবনের ভাঙ্গা-গড়ায়
তুমিই আমার একমাত্র বিধায়িকা,
সুখময় স্মৃতির বিস্তীর্ণ বিতান,
বিমূর্ত বিজয়া ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.