নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:০৭


রুদ্র শ্রাবন
---------- মোঃ রুহুল আমীন ।
শ্রাবণ শঙ্কিল মেঘে আচ্ছন্ন আকাশ ।
অহোরাত্রি অঝোর আসারে
প্লাবিত চৌদিক, বিষন্ন প্রকৃতি ।
উন্মত্ত বরুনবানে ব্রহ্মপুত্র যমুনায়
উথলায় যৌবন সর্বগ্রাসী,
ভাঙ্গনের প্রমত্ত প্রলয়
চলে দুর্ণিবার রুদ্র উল্লাসে ।
অথৈ ঘোলাজলে থৈ থৈ চারিদিক,
অতলে ডুবন্ত যত ফসলের মাঠ,
ঘরবাড়ি ভাসন্ত, সাতার-কাটা
চাল-ছোঁয়া জলে,
অচ্ছদ ক্লেদাক্ত বাঁধে, উঁচু রাস্তায়
মানুষ আর গবাদিপশুর গাদাগাদি,
তাদের মুখের গ্রাস
আচ্ছিন্ন শ্রাবণের বানে,
যেন সবাই নিরম্বু উপবাসী ।
নীরদে কৃষকের অশ্রু নিরুদ্দেশ,
ললাটের বলিরেখায়
পরিস্ফুট জীবনের পরাভব,
সীমাহীন কষ্টের পারাবার
আবদ্ধ হাড্ডিসার বক্ষ-পাঁজরে,
অভুক্ত উদরে জ্বলে ক্ষুধার অঙ্গার ।
দৃষ্টি অসহায় নিবদ্ধ দূরে
তরঙ্গসংকুল সলিল প্রান্তরে -
কে কার আগে দেখে
ত্রাণভরা নায়ের মাস্তল ।
সে ত্রাণ আসে না আর !
সদা সর্বংসহা
নিস্তরঙ্গ কিষাণীর বুকে
চলে বেসুমার
অশান্তির তরঙ্গভঙ্গ জলকেলি ।
দুর্ভিক্ষের আগাম সংকেতে
কিষাণের দু’হাত কপালে -
এবার আর ফসলে নয়,
বড়বে মাচার গোলা
শুধই দীর্ঘশ্বাসে ।
----*----

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.