নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

নিরুদ্দিষ্ট মানবতা
------------ মোঃ রুহুল আমীন
হে মানুষ,
কোথা খোঁজ মানবতা ?
কোথা পাবে তারে ?
বিভেদের আগুনে সে তো
ভস্মীভূত অনেক আগেই -
ধর্মে ধর্মে বিভেদ,
বর্ণে বর্ণে বিভেদ,
বিভেদ জাতিতে জাতিতে ।
ক্ষমতার দ্বন্দ্বে পদভারে
আর তার হাত বদলের
নির্মম প্রতিযোগিতায়
মানবতা নিষ্পিষ্ট নিপীড়িত
বার বার
যুগে যুগে
দেশে দেশে ।
মানবতা আজ উচ্ছ্বিষ্ট সভ্যতার,
ইতিহাসের ভাগাড়ে নিক্ষিপ্ত সমাহিত ।
জীব আর জড়ের জৈবসারে
চারিদিকে নির্মমতার বর্ধিষ্ণু আবাদ;
ক্ষয়িষ্ণু শুধু মানুষের জীবন জীবিকা ।
উন্মুক্ত অর্থনীতির
সুসহ শোষণ আয়োজনে
নির্ধনের ধনে
ধনীরা আজ আরও ধনবান,
বৈভবের নির্ভার শিখরে
নিরাপদে সমাসীন রাতারাতি;
দোলখাওয়া রকিং চেয়ারে
আয়েসে মত্ত বিভোর ।
দুর্বৃত্তের দৌরাত্বে
প্রাণান্ত শুধু নিরীহ মানুষ –
নিরন্ন নিরাশ্রয় দেশে দেশে ।
দুর্নীতির কারেন্ট-জালে
তাদের ক্ষুদ্র সঞ্চয় নিঃশেষিত,
আয় উপার্জন স্তব্দ স্থবির
লুটপাটের বেড়িবাধে
নয়তো ঘুষের ঘেরে ।
অনন্যোপায় দরিদ্র জনকুল
অকূল সাগরে ভাসমান;
বিদেশ বিভুঁইয়ে
কবরের অন্ধকারে
ব্যস্ত জীবিকার সন্ধানে ।
এই তো জীবন
আর তার প্রাপ্য
প্রত্যাশিত মানবতা ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.