নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭


হে মানুষ
-------- মোঃ রুহুল আমীন ।
হে মানুষ,
কিসে এত দম্ভ তোমার ?
কি আছে তোমাতে এমন,
তোমার চারিপাশে,
যা তোমার একান্তই আপন ?
তোমারই সৃষ্ট, আজ্ঞাবহ ?
তুমি নিজেই তো তোমার নও
-এক অপার অনুগ্রহ স্রষ্টার ।
তারই নির্দেশে একদিন
ভূপতিত হবে সবই,
নিক্ষিপ্ত হবে অতীতের
অতল নিশ্ছিদ্র অন্ধকারে,
যেখানে রবে না
তোমার বাহিনী কোন,
না কোন অনুসারী চাটুকার,
যাদের স্তুতিতে আজ বিভ্রান্ত তুমি,
দম্ভাশ্রয়ী ঘাতক নিপীড়ক ?
স্রষ্টার নির্দেশে ফের
তুমিও সেদিন উত্থিত হবে,
যেদিন সূর্য হবে নির্বাপিত ,
গ্রহনক্ষত্র হবে বিমলিন,
ওদের বিচরণ থেমে যাবে,
পৃথিবী হবে প্রকম্পিত,
সমুদ্র উত্তাল,
সুউচ্চ পর্বতরাজি চূর্ণ বিচূর্ন হবে,
ভাসিবে বাতাসে
যেন ধুনিত রঙিন তুলো,
হবে বিবর্ণ ধুসর
যা কিছু সুদৃশ্য সুন্দর
আজ তোমার চারিদিকে ।
সেদিন
প্রতিশ্রুত নরক প্রজ্জ্বলিত হবে,
স্বর্গ হবে দৃশ্যমান ।
অতএব, সাবধান মানুষ,
হুশিয়ার !
----*----

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: খুব ভাল লাগল । অনেক মূল্যবান কথা বলা হয়েছে এতে ।

২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

রুহুল আমিন রাজ বলেছেন: অনেক ভালো হয়েছে.

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: উভয়কে ধন্যবাদ.। ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.