নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫


আমি জনতার জনক
(চে গুয়েভরা স্মরণে )
-----------------.-------- মোঃ রুহুল আমীন ।
জনতার জনক আমি ।
বিশ্বের প্রতিবাদী নিপীড়িত
বঞ্চিত জনতা সব
আমারই ঔরসজাত ।
কোন অঘটন ঘটনাশঙ্কায়
ওদের নিয়ে সদা শঙ্কিত আমি,
সন্ত্রস্ত চৌপ্রহর, নিরন্তর অন্তরীন
অন্তহীন ভয়ের কারাগারে -
ক্রসফায়ারের ভয়,
গুম কিংবা গুপ্তহত্যার ভয়;
আরও কত ভয়-
ডিজিটাল, এনালগ ।
সংবৎসর ওদের
কারো না কারো হাতে
অকারণ হাতকড়া,
দু’পায়ে ভারী ডান্ডাবেড়ী,
নয়তঃ স্কচটেপ মুখে,
প্রশস্ত উদোম বুকে
রাইফেল পিস্তল কিংবা
রিভলভারের গুলি ।
মরতে যেয়েও মরে না ওরা,
হটে না পিছু ।
ওরা সংশপ্তক অকুতোভয়,
সক্রিয় সোচ্চার দেশে দেশে
স্লোগানে স্লোগানে,
মিছিলে মিছিলে
রাজপথে জনপদে ।
ওদের সাথে
বিনা কাজে আমিও অস্থির
সারাদিন- ত্রস্তপদে ঘরময়
আমার ব্যস্ত পায়চারি
নির্বাক নিঃশব্দ প্রতিবাদে ।
আমার বুকের চাতালে
ওদের ক্ষতঝরা রক্তের প্লাবন;
রক্তের টানে মন আমার
ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্র উত্তাল ।
স্বার্থদুষ্ট রাজনীতির ঘুর্ণিপাকে
ওদের প্রাণান্ত ঘোরপাক,
দুর্বিপাকে নিপতন প্রতিদিন ।
তাই বলি, অনেক হয়েছে !
এ ভাবে আর নয় !
এবার আমার
সন্তানদের মুক্তি চাই আমি -
সারা বিশ্বের প্রতিবাদী
নিরীহ জনতার নিঃশর্ত মুক্তি,
ওদের নিঃশঙ্ক বাঁচার অধিকার ।
দাবী অনাদায়ে আজ হতে
শব্দভান্ডার উজাড় করে দিব,
বৈতালিক গীতির বদলে
শুধু রচে যাব গণজাগরণী
জারি-সারি-পালা গান,
ঢাক-ঢোল আর করতালের
তালে তালে
নৃত্যে ছন্দে গীতে জনপদে
রক্তে জাগাব হুলির নাচন,
সিসার বুলেটের বদলা নিব
বলপেনের শিষের আঁচড়ে,
রক্তাক্ত করিব যত
অত্যাচারীর জীবনের মলাট ।
তবুও জনতার মুক্তির দাবীতে
আপোষ নয় কোন ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.