নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

এ কোন্ জীবন
--------- মোঃ রুহুল আমীন ।
নিঃসঙ্গ জীবন
জীবন নয় কোন,
স্পন্দনহীন এক জীবন্ত লাশ
উন্মুক্ত বায়ুর কফিনে ।
আমার দু’চোখ যেন দৃষ্টিহীন,
তার কাছে
আলো আঁধার উভয়ই সমান ।
কুঞ্জ-কুঞ্জে রং-বেরংএর
সুবাসিত যত পুষ্প সমাহার
তার সবই যেন অর্থহীন,
অকারন ।
আজন্ম তাই
তোমারেই খুঁজেছি শুধু ।
খোঁজে খোঁজে
পথশ্রান্ত ক্লান্ত যখন,
যৌবন বালার্ক অস্তমিত প্রায়,
বাসনা অনপায়ী
উপচিত কষ্ট সাথে লয়ে
তখনও জাগ্রত অকাতর
অনপগত কাতরতায় ।
ভাবনার জ্বলন্ত চিতায়
শুয়ে শুয়ে একা
দিনরাত অবিরত
বৃথাই অশ্রূপাত ।
জীবন আমৃত্য
এভাবেই যাবে যদি,
তবে তার
কি বা ছিল প্রয়োজন ।
এ জীবন চাইনি আমি ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.