![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রার্থনা
----- ----মোঃ রুহুল আমীন ।
শান্তির সুবাতাস বয়ে যাক চারিদিকে.
ক্লেদাক্ত মন থেকে ঝরে যাক
ক্রোধ আর হিংসার বিবর্ণ পালক,
বিবেকের বৈভবে মানুষ সম্বৃদ্ধ হোক,
ধরণী হোক মানুষের নিরাপদ আশ্রয়,
যেন মাতৃক্রোড় ।
জীবনের সাশ্রয় হো্ক,
সংঘাত অপমৃত্যু
হোক সমাহিত চিরতরে,
চারিদিকে বিস্তৃত হোক
মানবতার চর্চা আবাদ,
ঊড়ুক আকাশে বাতাসে
তার বিজয় কেতন,
ঘরে ঘরে গীত হোক
মিলনের আবহ সংগীত,
চেতনার দীপ্ত দিবাকর
পুড়িয়ে করুক ছারখার
বিদ্বেষ বিভেদ,
ধর্মের মর্ম বুঝে
যে যার ধর্ম করুক পালন,
আইনের নয় শুধু,
দেশে দেশে প্রতিষ্ঠা পাক
বিশুদ্ধ বিবেকের শাসন ।
---*---
©somewhere in net ltd.