![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কোন্ তুমি
--------- মোঃ রুহুল আমীন ।
এ কোন্ তুমি !
এ তোমারে দেখিনি ত আগে !
কোথা ছিলে এতদিন ?
কার ঘরে ?
আলো কি শুধু তার
একার প্রয়োজন ?
আর কারো প্রয়োজন নেই বুঝি !
তোমার তো তা অজানা নয় ।
তবু কেন নিজেরে আড়াল কর,
আমারে রাখ অন্ধকারে,
নিদ কেড়ে নাও,
জাগিয়ে রাখ রাতভর ?
প্রতিক্ষার প্রভাত-
সেও নিঠূর বড় !
তারও ফিরার তাড়া নেই কোন ।
আমারে কাঁদিয়ে পায় সুখ ।
কী আর করা !
আমিও থাকি নিশ্চুপ ।
শুধু ভাবি,
ওর সুখে আমিও যে সুখী ।
সে সুখ তারে না দিই কেমনে ।
---*---
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫
মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: পনাকেও ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ