নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২১


সমীকরণ
---------- মোঃ রুহুল আমীন ।
জড়ায়ে জটিল জটলায়
জীবনের প্রান ওষ্ঠাগত ।
এ জটলা চাওয়া-পাওয়ার,
যার সমীকরন অসাধ্য দুরহ ।
তবুও অহরহ
শুধু বাঁচার তাগিদে
এ জীবন ব্যস্ত দিনরাত
বিনা প্রতিবাদে ।
অপরিহার্য নিত্য প্রয়োজনের
নুন্যতম আয়োজনে
তার সে কী প্রাণান্ত প্রয়াস !
আর কী মর্মন্তুদ তার
ভগ্নচিত্তে বার বার
ফের ফিরে আসা
ব্যর্থতার পিচ্ছল বলয়ে !
প্রয়োজন যেন পৃথ্বীরাজ-
অহর্ণিশ তাড়া করে শুধু ।
না-পাওয়ার গ্লানিভারে
যে জীবন বি্ধ্বস্ত ন্যুব্জ,
তাকে বার বার
ছুটে যেতে হয় এদিক ওদিক
নতুন কিছু প্রাপ্তির আশায়,
যা হয় না পুরণ ।
জীবন যেন আশা নিরাশার
নিমিত্তের ভাগী ।
চাওয়া-পাওয়ার সমীকরণ
হয়না কষা তার ।
সব ফেলে এক দিন
সে চলে যায় জনান্তিকে-
ঊর্ধ্বাকাশে ।
শুধু ধারক দেহখানি
নিষ্প্রান পড়ে রয় চিরচেনা
ধুলিধুসরিত ব্যস্ত পথপাশে ।
নিঃশব্দে হাসে নিষ্ঠুর বিধি,
যেন জীবনের এই পরাজয়,
এই গ্লানি
তার কিছু নয়,
শুধু জীবনের একার ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.