![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হউক আমার পরিচয়
------------------------------ মোঃ রুহুল আমীন
হত্যার বিচার চাই না আমি ,
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই ।
চাই কঠোর হস্তে দুর্বৃত্তের দমন,
সংঘাতময় রাজনীতির চির অবসান ।
ন্যায়পরায়ন শাসক চাই,
চাই তার নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি,
আচরণ ।
আলোকিত মানুষ চাই,
চাই সুস্থ জীবন
আর তার নির্বিঘ্ন যাপন অধিকার ।
নির্মোহ অন্তর চাই,
দুর্বিনীত লোভ লালসার
চাই বিতারণ ।
বিশুদ্ধ মন চাই,
চাই পরিশুদ্ধ মানসিকতার
পরিস্ফুটন চর্চা সংক্রমন ।
সংঘাতময় বিভেদের
মূলোৎপাটন চাই,
চাই মানুষ হিসাবে
মানুষের অভিন্ন পরিচয় ।
মানুষে মানুষে চাই
সম্প্রীতির দৃড় বন্ধন,
অভিন্ন ছাদের নীচে
তাদের শান্তিপূর্ণ সহাবস্থান-
আলোক উদ্ভাসিত দিনে
কিংবা অন্ধকার রাতে ।
----*----
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
সাবলীল মনির বলেছেন: ভাই, চাইলেই তো সব কিছু পাওয়া যায়না, অাসলে অামাদের চাওয়ায় কিছু হয়না...........কবিতা ভাল লাগল ।