![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম
---- মোঃ রুহুল আমীন ।
জীবনের পরম উপজীব্য প্রেম,
অনিবার্য, অপরিহার্য অতি ।
এ প্রেম
বেঁচে থাকার অনন্ত তাগিদ,
পত্রঝরা বৃক্ষশাখে
পুষ্পময় সবুজের সমারোহ,
অবাধ্য আঁচলে এলোচুলে
ফাগুন হাওয়ার দুর্নিবার দুরন্তপনা,
আলোল উষ্ণ হাওয়ার মাতামাতি
অস্তিত্বে চেতনায়,
বিমূর্ত বিরূপায় অপরূপ খুঁজে পাওয়া,
নিগ্রহ নিগড় তুচ্ছ করি
দিবারাত্রি প্রতিবাত অগ্রযাত্রা,
সুশীল হৃদয়ের প্রতিবন্ধী প্রতিবিম্ব,
ধৈর্যের দ্যোতক, অপ্রথিত ত্যাগ
আর ত্যাগভাস্বর ঔদার্য্য সুমহান-
অপ্রতিবিদেয়,
অনুদ্বায়ী একান্ত নিবিষ্টতা,
অবিচল বিশ্বাস আর পরম নির্ভরতায়
প্রণামপুরঃসর সর্বস্ব সমর্পণ একজনে,
আমরণ উপস্থনিগ্রহ, নিবৃত কামুকতা ।
প্রেম জীবনের অনিস্পন্ন স্থিতিপত্র এক ।
তবুও প্রেমান্ত জীবন
ঝরে-পড়া বিশুষ্ক বিবর্ণ পল্লব,
পদপিষ্টে মর্মরিত ব্যার্থ হাহাকার
---*---
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
মোহাম্মাদ এম রায়হান বলেছেন: ভাল লাগলো