![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুভদ্রা ভাদর
------------ মোঃ রুহুল আমীন ।.
সুভদ্রা ভাবুনে ভাদর
হতশ্রী ভগ্নহৃদয় মেঘভারে ।
কে তারে যোগাবে সান্তনা,
সাজাবে তারায় তারা্য়,
জোছনাবিহীন এই রাতে ?
বৃষ্টি ভেজা কাশবনে
কোথায় সে পাবে কারে,
কার সুখোষ্ণ কোমল পরশ ?
বাতাসের সাঁই সাঁই রব,
ডাহুকের বিষন্ন বিলাপ
অস্থির করিবে তারে ।
তার চেয়ে সে-ই ভালঃ
থাকুক সে যেমন আছে যেথা,
কাঁদুক অঝোরে ।
একদিন এ কান্না স্থিত হবে,
আশীষ হয়ে আসিবে আশ্বিন,
গগনের রবি শশী তারা
অহোরাত্রি তার উপর
ঝরাবে আলো আর হাসির
ফোয়ারা ।
শুধু কি কাশফুল ?
সন্ধ্যামালতি বকুল ফুটিবে কত,
চরণে তার ঝরিবে হরষে,
হরিষে ঝিল্লিকারা বাঁধিবে রাগিনী,
গাহিবে তার আগমনী রাতভর,
জোনাকিরা আলোর ঝালরে
সাজাবে বাসর ।
সে-ই ভাল ।
---*---
©somewhere in net ltd.