![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্রান্ত বিলাপ
-------------- মোঃ রুহুল আমীন ।
হে শ্রাবণ,
এবার ক্ষান্ত দাও,
থামাও ক্রন্দন বিলাপ,
বর্ষণ সিক্ত শ্রান্ত বাতাসেরে
দাও বহিবারে তার মত;
আর বিশ্রান্ত বিলাসে তুমি নিজে
স্থিত হও গিরিশৃঙ্গে কিংবা
অর্ণবে ।
সুভদ্রা ভাদরেরে বরিবার
দাও অবসর ।
দুঃখ যদি থেকে থাকে কিছু,
তার দায় সবটুকু আমার -
আমাকে তা দাও বহিবারে ।
তোমার নিধেয় যত
নির্ভাবনায় রেখে যাও
আমার এই অন্তর গোলায় ।
গগনের গলদশ্রু থাকুক সঞ্চিত
আমার নয়ন নিপানে,
বিজুরী বিদ্যুৎ
গচ্ছিত রেখে যাও
আমার দু'চোখে ।
আর বজ্র নিনাদ ?
থাকুক তা কুলুপ-আটা
শীর্ণ আমার কণ্ঠনালীতে ।
অনেক কেঁদেছ তুমি একা !
এবার আমারে দাও কাঁদিবারে
নিভৃতে নীরবে ।
ফিরে যাও তুমি,
নিশ্চিন্তে ঘুমাও
জ্যোৎস্নার নিবিড় আলিঙ্গনে ।
তোমার গচ্ছিত ধন যত,
যত অকৃপণ দা্ন,
অতন্দ্র নিগাবানসম
আমি তা অক্ষুন্ন রাখিব ।
তোমার পথ চেয়ে
কাটাব অনন্ত প্রহর
অক্লান্ত প্রতীক্ষায় ।
-----*----
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
অরুণ কুমার মজুমদার বলেছেন: ভাল লাগলো।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
অরুণ কুমার মজুমদার বলেছেন: ভাল লাগলো।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
আইএমওয়াচিং বলেছেন: ++
৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
বিদ্যুৎ বলেছেন: এক কথায় অসাধারণ।