নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিটা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

হায় স্মৃতি
--------- মোঃ রুহুল আমীন
স্মৃতিরা নয় শিশির সদ্য:পাতী
কিংবা বুঁদবুঁদ,
নয় কোন দলিত পাপড়ি
নয়তো ঝরাপাতা ।
যেন শুধু
স্রোতস্বিনীর ক্ষীপ্র ধারায়
জাঁকে জাঁকে ভেসে আসা খড়কুটো,
তটান্তে স্তুপিকৃত, বালুচাপা ।
না হারায় নিতল সমুদ্রতলে,
না যায় উবে ঐ দূর নীরজায়;
নীরদসম না হয় নিঃশেষ
ফোঁটায় ফোঁটায় ।
অশ্রুর ফোয়ারা হয়ে
রয় নয়ন নিপানে,
মস্তিস্কের ভাজে ভাজে,
হৃদয়ের গ্রন্থিতে গ্রন্থিতে ।
রোমন্থিত হয় বার বার
কারণ-অকারণ ।
কষ্টের স্মৃতিরা
অশীল আসঞ্জনে আসক্তি বাড়ায়,
টেনে নামায়
অবক্ষয়ের পঙ্কিল নর্দমায়,
বয়ে আনে
নব নব অশিব অশেষ;
অযাচিত এনে দেয়
কষ্টের বিনিদ্র রজনী রজত ।
আর যত স্মৃতি সুখময়
অশ্রুর ধারা হয়ে
বয়ে যায় অভাগার চোখে
নিঃশব্দে নীরবে ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.