নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

আমি কি উন্মাদ
---------------- মোঃ রুহুল আমীন ।
কিছু একটা হয়েছে আমার,
মগজে, নয়তো মননে !
নইলে কেন মনে হয়
স্বাধীনতার এতদিন পরও
আমার দুপায়ে বেড়ি,
হাতে হাতকড়া,
মুখে স্কচটেপ ।
চোখ-কান খোলা শুধু,
দেখতে শোনতে বাধা নেই,
কিন্তু করার নেই কিছুই ।
গণতন্ত্র আছে জানি দেশে ,
নির্বাচনও হয় দেখি,
কিন্তু এ ও বলাবলি করে,
এ তো নয় নির্বাচন,
নির্বাসন গণতন্ত্রের ।
দ্বিধান্বিত আমি !
ধর্মকর্ম আছে জানি, দেখি ।
পালনও করি
যখন যেমন
যতটুকু প্রয়োজন ।
আবার শুনি
আযান নাকি, বলে কেউ কেউ,
শব্দের দূষণ,
ঈদ নাকি বিলাস বিষাদিত,
কোরবানী-বলি নাকি
নির্মম পশুর নিধন,
অনাহুত রক্তের প্লাবন
পথে ঘাটে ।
আর পূজাপার্বন ?
সেও নাকি
শুধুই হৈহুল্লুর উলুধ্বনি,
অর্থের অনর্থক বিনাশ
আর প্রতিমার নামে
দেবতারই বিসর্জন
আনন্দ উল্লাসে ।
সম্প্রীতিরে মনে হয়
সুদূর সোনালী অতীত,
বর্তমান যেন জ্বলন্ত নরক,
জর্জড়িত সংঘাতে সংঘাতে ।
আসলে কি তাই ?
যদি তা না হয়,
আমার তবে হয়েছে কী ?
আমি কি উন্মাদ, পাগল ?
---*---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

দিগন্ত জর্জ বলেছেন: গণতন্ত্র আছে জানি দেশে ,
নির্বাচনও হয় দেখি,
কিন্তু এ ও বলাবলি করে,
এ তো নয় নির্বাচন,
নির্বাসন গণতন্ত্রের ।


গণতন্ত্র হারিয়ে গেল। এখন আমরা সবাই সোনার হরিণের খোঁজে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.