নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

হে নারী
-------- মোঃ রুহুল আমীন ।
হে নারী,
কোন অনবদ্য কবিতার
তুমি অসমাপ্য পঙক্তি এক-
শব্দ ছন্দ লয় ।
আগুনের ফুলকি তুমি,
কুসুমের সুগন্ধি মঞ্জুসা,
কোকিলার কুহরণ বিহরন,
যখন দেবতা অরুণ
উঁকি দেয় বসন্ত প্রভাতে ।
প্রণোচ্ছল দুপুরে যৌবনে
পুষ্পে বর্ণে সুসজ্জিতা তুমি-
মনোহরা,
পুষ্পিত মনঃবনকুঞ্জে
চঞ্চল চপল চরণে
তোমার সরব বিচরণ
সারাক্ষণ ।
দিনভর সুপ্ত কামনার
তপ্ত স্ফুলিঙ্গ স্ফুরণ
সায়াহ্নের অলক্ত আবীরে
উদ্বেলিত আরও ।
কপোলে গণ্ডদেশে,
কমনীয় সুপুষ্ট অধরে
বিদায়ী রক্তরবির
নিবিষ্ট নিবিড় চুম্বনে
শিহরিত সর্বাঙ্গ তোমার ।
নব চেতনায় উজ্জীবিত তুমি ।
রাতে
স্নিগ্ধ ফাগুন জোছনায়,
পল্লবিত বনানীর চাঁদোয়া তলে্,
শ্যামল কোমল শতরঞ্জী শয্যায়
লীলামত্ত প্রাণকৃষ্ণ সাথে ।
অনাগত প্রজন্মের তুমিই
উর্বর বীজতলা ।
কারো সুকন্যা তুমি,
কারো জননী মমতাময়ী,
কারো ভাবিনী ভার্যা জায়া ।
তুমি মানসী মনস্বীনি
পূজনীয়া ।
---*---

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২০

কালের সময় বলেছেন: ভালো লাগল ।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: নারীকে অনেক রূপে দেখালেন।
++++

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!!

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা।

৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: সবাইকে অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.