নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১০


না-পাওয়ার কষ্ট
---------------------------- মোঃ রুহুল আমীন ।
ঘুমে দু'চোখ ঢল ঢল,
তবুও আ্জ ঘুমাব না ।
বাতায়ন পথে
দখিনা মলয় সনে
অলক্ষ্যে অন্দরে প্রবেশিব,
নিঃশব্দে দাঁড়াব শিয়রে,
রাতভর দু’নয়ন ভরে
দেখিব তাহার
স্খলিত বিস্রস্ত বসনে
অপাবৃত দীপ্তিময় দেহকান্তি
ভোগায়তন,
অনিবদ্ধ সুবাসিত এলোকেশ,
মুদিত কমল কোমল আঁখি পল্লব,
অকম্পিত বক্র ভ্রু-লতার
অবিশ্বাস্য বিভ্রম মনোহর ,
অধরের উর্ধরেখায়,
নাকের ডগায়
কপালে কপোলে
মৃদু ঘামের মঞ্জরী মঞ্জিমা,
আরও দেখিব
সুশোভিত শুজনী শয্যায়
আধো আবৃত সুগোল নিটোল
ঊরু রম্বার,
অলখে বিস্তৃত কলম্বী বাহুলতা
শয়ন সরোবরে ।
বক্ষ দুরু দুরু !
তবুও অমোগ উত্তাপে
প্রসারিত করিব দুহাত
লভিতে দেবযানীর
স্বর্গীয় স্পর্শ পুলক,
প্রয়োজনে
মরণ আনি জীবনেরে
দিব উপহার,
তবুও আর
না-পাওয়ার কষ্ট নিয়ে
বাঁচিব না ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.