নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিটা

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

বাঁচা-মরা
----------- মোঃ রুহুল আমীন ।
মৃত্যুকে এড়িয়ে বাঁচতে ব্যস্ত কেহ,
আবার কেহ বাঁচতে চায় মরে ।
এমন যে কেন হয়,
তাও নয় অজানা কারো ।
তবুও সবাই যার যার পথে
ভাবনায় বিচরণে
করে যায় অভিন্ন আচরণ-
যা কিছু করে সে
তার সবই
যেন শুধু বাঁচার জন্যে ।
সবাই এভাবেই বাঁচে,
বাঁচতে চায়
এক অনুপম বাসনায়,
উপমায় ।
নিশ্চিত হতে চায়
যেন মৃত্যুর কাছে
জীবনের না হয় পরাজয় ।
তাই তো তার এত কিছু করা,
এত কিছু সয়ে যাওয়া
সরবে নীরবে
হেসে খেলে ।
নিজে সে বিস্মৃত হোক,
এ কারও কাম্য নয় ।
তাই তো সে কাঁদে না নিজে,
চলে যায়
কাঁদায়ে আর সবে ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.