নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

যাব না আমি
-------------- মও; রুহুল আমীন
তুমি যাবে যাও।
মঙ্গল শোভাযাত্রায়
যাব না আমি। বর্ণিল
মুখোশে সেখানে
মানুষের চেহারা আড়াল,
সবাই নিমজ্জিত বিবর্ণ চেতনায়,
বড় কঠিন আজ
মানুষ আর অমানুষের
বিভেদ নির্ণয়,
দানবের পদাঘাতে ভু-তল প্রকম্পিত,
ঘামের দুর্গন্ধে অঙ্গের সুগন্ধি উধাও,
জীবজন্তুর খোলসে মানুষ
স্বেচ্ছায় জানোয়ার,
পুলিশি পাহারায় রাজপথ
মানুষের চারণভুমি,
সভ্যতা হাতছাড়া আদিমতায়,
জনপদ অরণ্য জঙ্গল,
সম্প্রীতির বিশাল আয়োজনে
বাতাসে বাতাসে
সংঘাতের সুপ্ত উত্তাপ,
মঙ্গলের ভস্মাবরণে
ধামাচাপা বিদ্বেষের অনল।
কখন না জানি কী হয় !
আমি ভাই ভীতু কাপুরুষ !
অমঙ্গল শঙ্কায়
সারারাত ঘুমজাগা।
মঙ্গল শোভাযাত্রায়
তাই আমি যাব না আজ।
তুমি যাবে যাও।
মঙ্গল শোভাযাত্রায়
যাব না আমি। বর্ণিল
মুখোশে সেখানে
মানুষের চেহারা আড়াল,
সবাই নিমজ্জিত বিবর্ণ চেতনায়,
বড় কঠিন আজ
মানুষ আর অমানুষের
বিভেদ নির্ণয়,
দানবের পদাঘাতে ভু-তল প্রকম্পিত,
ঘামের দুর্গন্ধে অঙ্গের সুগন্ধি উধাও,
জীবজন্তুর খোলসে মানুষ
স্বেচ্ছায় জানোয়ার,
পুলিশি পাহারায় রাজপথ
মানুষের চারণভুমি,
সভ্যতা হাতছাড়া আদিমতায়,
জনপদ অরণ্য জঙ্গল,
সম্প্রীতির বিশাল আয়োজনে
বাতাসে বাতাসে
সংঘাতের সুপ্ত উত্তাপ,
মঙ্গলের ভস্মাবরণে
ধামাচাপা বিদ্বেষের অনল।
কখন না জানি কী হয় !
আমি ভাই ভীতু কাপুরুষ !
অমঙ্গল শঙ্কায়
সারারাত ঘুমজাগা।
মঙ্গল শোভাযাত্রায়
তাই আমি যাব না আজ।
---*---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

এম এ কাশেম বলেছেন: আমি আজ যাবো না।

ভাল লেগেছে কবি।

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

বেঙ্গল রিপন বলেছেন: আমিও যাইনি, যাবো নাকো কোনদিন !!! আমিও যে ভাই ভীতু কাপুরুষ ! :) ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.