![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্যময়ী
--------- মো; রুহুল আমীন ।
সুবিশাল গগন মৌনতায়
নিমগ্ন তুমি, অধরা অপ্সরা এক
আঁধারের আচ্ছাদনে, বায়ুর বিস্তৃতি
অস্তিত্বে তোমার, গতিময় মনের
ক্ষীপ্রতায় জগৎময় তোমার বিচরন,
তীক্ষ্ণ দৃষ্টির মহাকর্ষণে কাছে টান,
বক্ষপাঁজরে সাপটে ধর জ্যোৎস্নার
স্নিগ্ধতায়, নিজেরে মেলে ধর সুক্ষ্ণ
নগ্নতায়, রূপের আলোকচ্ছটায় ফের
ছুড়ে ফেল দূরে, পুষ্পাসারে অহোরাত্রি
বহাও দুচোখে কষ্টের প্লাবণ, সুখদ
প্রেমানলে ক্ষণে ক্ষণে দগ্ধ কর
যখন ইচ্ছা যেমন
আর
নিজে হয়ে উঠ পতিতপাবনী।
---*---
©somewhere in net ltd.