নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

প্রকৃতি এক গণিকালয়
---------------------- মোঃ রুহুল আমীন ।
প্রকৃতি এক নিরুক্ত গণিকালয়,
রহস্যঘণ অপার সৃষ্টি মহিমায় ।
এখানে সঙ্গম প্রজনন অপরিহার্য অতি
জন্ম তথা জীবনের প্রয়োজনে ।
জন্ম প্রতিদিন
প্রজন্মকে টেনে নেয় প্রজন্মান্তরে ।
নিষ্কাম জীবন জীবনের নিশ্চিত অবসান,
প্রকৃতির বিনাশ চিরতরে ।
নারীপুরুষের দৈহিক সম্মিলন
তাই জীবনের তাগিদ পুণ্যময়,
সুখময় আসঙ্গ অনুসঙ্গ,
নৈসর্গিক নির্বন্ধ প্রকৃতির ।
বিধি সিদ্ধ সঙ্গম সম্মিলন নহে পাপাচার,
সবাই অকল্ক এ ব্যাপারে অদিতিতে ।
প্রকৃতিতে মানুষ কিংবা পশুপাখী,
ক্ষুদ্রাতিক্ষুদ্র কীটপতঙ্গ অগনন,
এমন কি পবিত্র পুষ্প সুন্দর -
কিছুই এর নহে ব্যতিক্রম,
নহে কেহ অনাঘ্রাত সৃষ্টি অবধি ।
পুংকেশরে সৃষ্ট জীবন-রেণু
পুলকে নিষিক্ত উর্বর গর্ভকেশরে
প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবস্থায় ।
উদার এই প্রকৃতিতে
পরকীয়াও সিদ্ধ অনুমত,
যেমনটি পরিদৃষ্ট পুষ্পের সাথে ভ্রমরের
ভ্রামরী মিত্রতায় ।
প্রকৃতিতে এ ব্যাপারে সবাই নির্নিগড়,
মানুষই ব্যতিক্রম শুধু,
বন্দী সদা বিবেক আর লজ্জার বলয়ে,
সম্পর্কের বাঁধন-ব্যবধানে,
সামাজিক অনুশাসন আর
রাষ্ট্রীয় আইনের কঠোর বেষ্টনে ।
এ জন্য মানুষ নিজেই দায়ী ।
তারই দুরাচারে স্বর্গীয় সঙ্গম বিধান
কলুষিত, ঘৃণ্য লাম্পট্য এ সমাজে ।
----*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.