নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

অবশ্য মন
--------- মোঃ রুহুল আমীন ।
মন আমার না রয় মনে,
অজান্তে সদা নিরুদ্দেশ
দূরে অজানায়-
আকাশে না বনে- জানি না তা।
শুধু জানি অবাধ্য সে, অবশ্য অতি
চিরটা কাল, সকাল বিকাল
সারাটা দিন নিষিদ্ধ নয়তো
অগম গন্তব্যে তার অবাদ বিচরণ।
দূর হতে উঁকি দেয় মাঝে মাঝে,
জানতে চায়- বেঁচে আছি
না কি নিস্প্রাণ?
যদিও আমার বাঁচামরায়
ওর না যায় কিছু,
না আসে। বাতাসে বাতাসে
ভেসে যায় মেঘ, তারও আগে আগে
উড়ে যায় সে
অপ্রতিরোধ্য এক দুর্দম গতিতে-
আলোর গতিও তার কাছে
হারমানা।
যেন কোন কিছু, কোন পথ
নয় তার অজানা অচেনা,
চারিপাশের যা কিছু যেখানে
তার সবই যেন অধিগম্য ওর।
অবয়বহীন অদৃষ্ট এক অস্তিত্ব নিয়ে
কী তার প্রভাব নিদারুণ
এই আমার উপর!
কে আছে এমন
যে নিরস্ত করে তারে
বাঁধে বশ্যতায়।
---*---

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.