নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

বোধের অপনোদন
------------------
বোধের বিলুপ্তি সে তো কবেই ঘটেছে!
ভালমন্দ মিলেমিশে সবই একাকার,
নৈরাকারে দেবতা নিরুদ্দেশ,
অন্ধকারের আধিপত্যে
ভূলুন্ঠিত আলোর অহংকার,
ঔদাসীণ্যে সুবিচার বিঘ্নিত,
নির্বিচারের বিস্তারে
হতবাক বিচারিক আদালত,
দাম্ভিকতায় পরাস্ত বিবেক,
অন্তর্হিত অজ্ঞাতলোকে;
দীপান্বিতার যত স্বপ্ন
যত আয়োজন সেদিনের,
আজ নিস্প্রভ নিভু নিভু;
শোকে কাতর লাখো শহীদজননী,
ক্ষীণদৃষ্টি পুত্রহারা বাবার দু'চোখ
উৎক্ষিপ্ত আকাশে।
তাদের জিঙ্গাসা:
কেন তবে এত কিছু?
এত ত্যাগ, এত বলিদান?
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ
কেন আজও এত অমানুষ?
কেন এত বৈষম্য আজও মানুষে মানুষে?
কেন একের কষ্ট আজও না কাঁদায় অন্যেরে?
কেন নয় একের হাসি অন্য সবার?
দ্বেষ-বিদ্বেষে কেন আজ আক্রান্ত সবাই,
সংক্রমিত?
সেদিনের সম্প্রীতি, ভ্রাতৃত্ত্বের সেতুবন্ধন
কি করে এত শীঘ্র টুটে গেল,
ধসে গেল কোন্ স্রোতে,
কার ভুলে?
কে দিবে উত্তর?
---*---

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোট বাক্যের সোচ্চার উচ্চারণ!
অবশেষে কি নিদারুন প্রশ্নই না রেখে গেলেন।

অসধারণ। ভালো লাগা জানবেন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোট ছোট বাক্যের সোচ্চার উচ্চারণ!
অবশেষে কি নিদারুন প্রশ্নই না রেখে গেলেন।

অসধারণ। ভালো লাগা জানবেন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

ইমু সাহেব বলেছেন: দুঃখজনক হলেও উত্তর দেয়ার মত কেউ নেই !

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ অশেষ

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, দারুণ কথামালা, মুগ্ধ কবিতার ক্ষোভ মর্মবেদনার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলার মাধুর্যতায়। অনেক ভালো লাগা কবিতা জুড়ে। শুভকামনা আপনার জন্য


সেই ঐক্য সেই দৃঢ় প্রতিজ্ঞা সেই বলিষ্ঠ প্রতিবাদী ধ্বনি প্রতিধ্বনি শুনি না আর কোন হৃদয়ের- ভাসে না দক্ষিণা হাওয়ায় সেইদিন থেকে! যেদিন থেকে অকৃতজ্ঞতার চরম রূপ দেখিয়েছিলাম আমরা! যেদিন- যিনি নিজের সমস্ত জীবন আমাদের চিন্তায় পার করে গেছেন, পৃথিবীর বুকে একটা অবহেলিত জাতির জন্য একটা নির্দিষ্ট নিজস্ব সার্বভৌম দেশ এনে দিলেন, যাঁর নেতৃত্বে আমরা পেয়েছিলাম একতা- বীরত্বের মহা গৌরব, তাঁকেই খুন করেছিলাম আমরা! কতটা অকৃতজ্ঞ হলে কোন জাতি খুন করতে পারে জাতিরপিতা!! সেদিন থেকেই অন্ধকারে ডুবে গেছে আমাদের আলো-শ্রদ্ধা ভক্তি, হারিয়েছি প্রতিবাদী অন্তর, অহংকার-সত্যের।

হয়তো অপ্রাসঙ্গিক হয়েগেল কথাগুলো, তবুও রেখে গেলাম নিজের বোধটুকু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.