নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

তোমার অপেক্ষায় -
----------------- মোঃ রুহুল আমীন ।
রজনী গভীর যখন,
চারিদিক স্তব্ধ নিঝুম ;
সন্ধ্যাপ্রদীপ জ্বেলে
জোনাকীরা যে যার মত
যখন উধাও ঝোপঝাড়ে,
ঝিঁঝিট গেয়ে গেয়ে ক্লান্ত ঝিঁঝিরা
যখন ঝিঁকরায় ঝিম-ধরা;
লাজে নাচার
লাজুক লতা লজ্জাবতী
আধবুজা চোখে
যখন অবসাদে গা এলানো
কোমল শাদ্বল শয্যায় ;
নিবিড় সুখের নীড়ে
পাখীরা নীরব যখন,
নিদ্রায় নিমগন অচেতন ;
যখন তারারা তন্দ্রাবিষ্ট
ক্ষীণালোকে জোছনায় ;
দিবসে সসংকোচে প্রস্ফুটিত
অচুম্বিত আশুষ্ক পুষ্প শতদল,
শিশিরের আসব-আশিসে
যখন সঞ্জীবিত পুলকিত রাতে ;
সুগন্ধির মঞ্জুষা মন্দাকিনী
মনস্বিনী রজনীগন্ধা
যখন ব্যাস্ত ব্যাকুল
সুবাস আয়োজনে ;
নিশিতে প্রফুল্ল শেফালীরা
যখন উষসীতে
উৎসর্জনে অধিরা অথির,
আমিও তখন গতনিদ্র
নিঃসঙ্গ একাকী
চিরচেনা তোমার আঙ্গিনায় ।
সম্মুখে আমার প্রতীক্ষার
প্রলম্বিত অস্থির প্রহর,
কখন আসবে তুমি ।
---*---



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.