নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

( কানাডার লেথব্রিজে থাকা নাতি ফারদীনের জন্য লেখা। সেখানে অনুষ্ঠেয় আগামী 'একুশে ফেব্রুয়ারী' অনুষ্ঠানে সে এ কবিতাটি আবৃতি করবে ।)

একুশে ফেব্রুয়ারী
------------------- মোঃ রুহুল আমীন ।
আজ একুশে ফেব্রুয়ারী !
খালি পায়ে এসো সবাই
করব প্রভাতফেরী।
কষ্ট হলেও হেঁটে সবাই
শহিদ মিনার যাব,
শ্রদ্ধাভরে সেই মিনারে
ফুলের তোড়া দিব।
ভাষার জন্য বাহান্নতে
যারা দিলেন প্রাণ,
তাঁরা মোদের ভাইবেরাদর,
তাঁরাই মোদের জান।
রক্ত-আগুন মেখে ফাগুন
কৃষ্ণচুড়ায় লাল,
নিজ রক্তে লাল সালাম বরকত
এ জাতির দিকপাল।
তাদের চিৎকার মায়ের বুলি,
মোদের মুখের ভাষা,
জীবন মোদের ছন্দে সলীল,
রঙিন স্বপ্নে ঠাসা।
এসো বাংলায় কাব্য করি,
লিখি বাংলায় গান,
বিশ্ববাসী জানবে তা সব,
বাড়বে বাংলার মান।
সালাম বরকত শান্তি পাবে,
হাসবে ঘুমের ঘোরে,
সন্তানহারা মায়ের কান্না
বাজবে ছন্দে সুরে।
---*---

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.