![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা
-------
এমন আর হয় না যেন,
পড়ে না চোখে কিংবা মনে !
হাসি নয়ত অশ্রু হয়ে রয়
অণুক্ষণ, অনুভবে তার বীক্ষন
আমরণ নিশ্বাসে নিশ্বাসে,
বিস্ময়ে চিত্ত বিহ্বল, আবেগ চঞ্জল
অরূপ রূপের ব্যঞ্জনায়,
বিজনেও উদ্বেলিত বসন্ত সুহাস,
আকাশ নীলাঞ্জনা বাসন্তী নীলে,
অনলে অদাহ্য লালচ অশেষ,
বিশিখে অবিদ্ধ পরাণ,
বিরান প্রান্তর এ জীবন
সম্বৃদ্ধ যেন বীরণ বৈভবে।
---*---
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: শেষের লাইনটার মানে কি?