নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

বয়সের ধস নেমেছে
--------------------
বয়সের ধস নেমেছে
সেই কবেই। তার ছাপ
শরীরের ভাজে ভাজে,
কপালের বলিরেখায়
স্পষ্টতই উদীয়মান।
যদিও ছানিতে ঝাপসা দু'চোখ,
তবুও দৃষ্টিতে আজও ভাসমান
যৌবনের সব স্মৃতি সুখকর।
মনে হয়, মনের বয়স বাড়েনা।
তাই রূপ-রস-গন্ধ-বর্ণ তারে
আগের মতই বার বার করে
আকর্ষণ, হৃত যৌবন যেন
আমৃত্যুই অজর অমর,
বিবর্ণ ক্ষীণ দৃষ্টিতে ভাবনার
মানসীরা আজও অম্লান,অপরূপা
সে-ই প্রথম দেখার মতন,
কল্পনার আলপনার আঁচরে
একটুও ত্রুটি নেই : সেই ওষ্ঠাধর,
সেই হাসি হৃদয়কারা, সেই আঁখি,
সেই দৃষ্টি সপ্রেম, অনিবদ্ধ চুলে
আজও সেই এলোমেলো ভাবের
বিস্তার দামাল সমীরণে
বাসন্তী যৌবনে। এসবের সবই
আজও আমারে টানে, নিয়ে যায়
ঘরের বাহির, অস্থির করে রাখে
দিনমান, রাতবিরাতে,
সময় অসময়।
---*---

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.