![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা আজ বড্ড খুশি
এ যেন এক স্বর্গীয় অনুভুতি।
কবুল, কবুল, কবুল!
ভেঙ্গে গেল সব ভুল।
আগ-পিছ না দেখে
ছুটেছি এতদিন মরীচিকার পিছে,
আজ প্রেয়সির চোখে চোখ রেখে
মনে হল,
এথায় স্বর্গ এথায় নরক, বাকী সব কিছু মিছে।
আফসোস শুধু একটা!
দিন শেষে এল রাত,
হাতে ছিল ইস্কাপনের তিন টেক্কা
তবু হলোনা বাজিমাত।
সফল পুরূষ হয়েও
ব্যর্থ প্রেমিকের মত,
বুকে চেপে অব্যক্ত যন্ত্রনা সব যত,
নির্ঘুম আমি, পাশে ফাঁকা খাট!
হায়! আজ নাকি আমার ফুলশয্যার রাত!
বন্ধু শাওগাত, আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুণ!! অনেক শুভকামনা আর প্রাণঢালা শুভেচ্ছা রইল তোমাদের জন্য!!!
©somewhere in net ltd.