নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী মানুষ

....

ইমরান হক সজীব

--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n --\n--\n--\n--\n-\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--ভেড়ামারা, কুষ্টিয়া ।

ইমরান হক সজীব › বিস্তারিত পোস্টঃ

এক ব্লগারের প্রেমে পড়েছিইইইইইই

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩



তিনি আমার ব্লগে এসেছিলেন :-/ :| আর মাত্র দুইজন ভিজিটর আমার ব্লগে আসলেই আমি আর তা দেখতে পেতাম না । ভাগ্যিস আমি কিছু লিখি না আর আমার ব্লগে কেও আসেও না, নইত ব্লগ জীবনের সবচেয়ে আনন্দিত, খুশিত, রোমাঞ্চিত ব্যাপার থেকে বঞ্চিত হতাম ।

ভিজিটর লিস্ট সাধারনত দেখা হয় না । কি মনে করে স্ক্রল করে আজ নিচের দিকে গিয়ে দেখি শেষের দিকে উনার নাম । প্রায় একমাস আগে তিনি এসেছিলেন ।

তা উনার নাম দেখেই কি পরিমান পিলিংস যে হইলো, কেম্নে ব্যাখ্যা করি, আনন্দিত, রোমাঞ্চিতর ঝড় তুফান জলোচ্ছ্বাস বইয়ে গেলো মনে B-) :!>



কত জনাকেই তো দেখেছি আগে আমার ব্লগ ভিজিটর লিস্টে- ব্লগ রানী শায়মা, মহানায়িকা স্বর্ণা, কিন্তু কুনু পিলিংস টিলিংস হয়নি, আর উনাকে দেখে 8-|



সেই একদিন তার এক ব্লগ পোষ্টের এক কমেন্টে যখন জানলাম তার এক অপছন্দের কথা, কোন নারী কূলের সেই বিষয়টার প্রতি অপছন্দ আমার কাছে কল্পনাতীত । তার সেই বিষয়ে অপছন্দই আমার তাকে পছন্দের কারন হইলো । আর আজ যখন তার নাম দেখেই এমন অনুভূতি হল, মনে হচ্ছে সত্যই প্রেমে পড়েছি :#> :!>



এই তুচ্ছ ঘটনা আপনাদের সাথে শেয়ার করার বড়ই ইচ্ছা হল, কেও বিরক্ত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি :|







১৭-০১-১৪ রাত ১২টা ৩০ মিঃ বর্তমান অবস্থা- ব্লগার গৃহ বন্দিনী আমাকে একি জানালো :(( :(( :(( :(( :(( :(( :((





মন্তব্য ৬৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তাকে চিনি।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

ইমরান হক সজীব বলেছেন: কস্মিনকালেও না !:#P

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাই, এসব বিশেষণ কেন?

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

ইমরান হক সজীব বলেছেন: বিশেষণটা পপুলারিটির ক্ষেত্রে, বিশেষ কিছু না :)

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি সবাইকে চিনি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

শিস্‌তালি বলেছেন: মজা পেলাম! ১ম ব্লগার কাপলের অপেক্ষায় থাকলাম :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

ইমরান হক সজীব বলেছেন: কন কি :-/ :-/ :-/ আমার মাইর খাওয়ার কুনু ইচ্ছা নাই /:)

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

শায়মা বলেছেন: ই এর ঝুটি আর ময়ে ই কার দেখা যাচ্ছে!মাঝে খ তা , লাস্টে ন আছে কাটাকাটির মাঝে তবে তারে তোমার মেয়ে মনে হলো কেনো ভাইয়া?

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

ইমরান হক সজীব বলেছেন: হই নি B-))

সেতো মেয়েই আমি, তার ভয়ংকর খুবসুরুত(আমার কাছে) চেহারা গত মাসে এক ব্লগারের পোষ্টে দেখেছি B-)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা শায়মা আপু =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সো স্যাড, সজীব।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

ইমরান হক সজীব বলেছেন: B-) :!>

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

বেঈমান আমি. বলেছেন: ইখতামিন? নাকি অপি আক্তার? ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

ইমরান হক সজীব বলেছেন: নাম কমু না :!>

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সজীব কোথায়? :(

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

ইমরান হক সজীব বলেছেন: আমি হারাই গেছিলাম, সাহস করে পুস্টু দেয়ার পর দেখি পাহাড় সমান শরম লাগিতেছে B-)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

খন্দকার আরাফাত বলেছেন: শায়মা বলেছেন: ই এর ঝুটি আর ময়ে ই কার দেখা যাচ্ছে!মাঝে খ তা , লাস্টে ন আছে কাটাকাটির মাঝে তবে তারে তোমার মেয়ে মনে হলো কেনো ভাইয়া? ;) ;) ;) ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

ইমরান হক সজীব বলেছেন: হই নি B-))

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাই কি টেনশনে !!!!!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

ইমরান হক সজীব বলেছেন: বুকে আসসেন ভাই । পুস্টু দেয়ার পর ব্যাপক শরম লাগিতেছে

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

ইমরান হক সজীব বলেছেন: :#>

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

অদ্ভুত স্বপ্ন বলেছেন: সাহস করে বলেই ফেলুন না কার প্রেমে পড়লেন। কারও প্রেমে পড়া তো দোষের কিছু না।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

ইমরান হক সজীব বলেছেন: কি বলেন :-* অইভাবে কি নাম বলা যাই । আর পছদ তো শুধুই আমি করি :|

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

হাসান মাহবুব বলেছেন: ধরা খায়া গেছেন মনে হৈতাসে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

ইমরান হক সজীব বলেছেন: জিন্দেগীতেও না হাসান ভাই :)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইহতিব নিকটা এখনো উঁকি দেয় নাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

ইমরান হক সজীব বলেছেন: হয় নাই B-)

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

মেনন আহমেদ বলেছেন: হায়রে প্রেম!!! এভাবেও মানুষের উপরে পড়ে???
প্রেমের ইজ্জত মারা শেষ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

ইমরান হক সজীব বলেছেন: হাহা । থ্যাঙ্কস এ লট ।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইহতিব নিকটা এখনো উঁকি দেয় নাই। ;) ;) ;) ;)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

ইমরান হক সজীব বলেছেন: হয় নি B-)

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শেষমেশ ভূতের ছ্যাকা খাইলেন ভাই !!!!!!!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

ইমরান হক সজীব বলেছেন: ছ্যাকা কই খেলাম :-*

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

ইমরান হক সজীব বলেছেন: নাজমুল ভাই এখন কিঞ্চিৎ ছ্যাকা খাওয়ার মতই লাগছে :(

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মোমের মানুষ বলেছেন: ইশ পোড়া কপাল আমার। আড়াই বৎসর যাবত ব্লগে আছি, এফবিতে আছি অথচ এখনও কোন ললনার প্রেমে পড়লাম না। কবে যে সুদিন আইব......

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

ইমরান হক সজীব বলেছেন: :D ......... আমার সুদিন দেখলেন কোথাই, আমি জাস্ট একতরফা পছন্দ করি /:)

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

HHH বলেছেন: মানুষ ইদানিং কারো ফেলে দেওয়া টিস্যু পেপার দেখেও প্রেমে পরে, বারান্দায় শুকাতে দেওয়া অন্তর্বাস দেখেও প্রেমে পরে। #:-S :-0 :-< :-<

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

ইমরান হক সজীব বলেছেন: হাহা । থ্যাঙ্কস এ লট ।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

দি সুফি বলেছেন: ইখতামিন?? :| :|

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

ইমরান হক সজীব বলেছেন: এই মাত্র নাম সার্চ করে তার ব্লগে প্রথম ঘুরে আসলাম । ..............তার প্রপিক দেখে তো মনে হল পুরুষ :-/ :-/ আমি কি মেয়ে নাকি X(

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অবশেষে জানা গেল স্বপ্ন কন্যা পুরুষ ছিলো।

ধরা খাওয়া খারাপ না, ভাইডি।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

ইমরান হক সজীব বলেছেন: ব্রিলিয়ান্ট !!!! তবুও নাম বলবো না B-)

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: হই নি B-))

সেতো মেয়েই আমি, তার ভয়ংকর খুবসুরুত(আমার কাছে) চেহারা গত মাসে এক ব্লগারের পোষ্টে দেখেছি B-)


তাই নাকি!!!!

হতেও পারে মেয়ে কে জানে??? :P

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

ইমরান হক সজীব বলেছেন: ধুর X( হতে পারে মানে অবশ্যই । আসলে সে তেমন একটা পপুলার না হওয়ায় তোমরা চিনতে পারছ না :D

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
..............তার প্রপিক দেখে তো মনে হল পুরুষ :-/ :-/ আমি কি মেয়ে নাকি


৯৯% শিওর সে ছেলে। ১% এদিকওদিক হলে সেইটা আমার দোষ না! B-)) B-))

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

ইমরান হক সজীব বলেছেন: আরে তাহলে তার কথা এখানে আসছে কেএএএএন :-/
বুঝছি আপনিও ব্রিলিয়ান্ট, কিন্তু নাম বলবো না B-))

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

আমি সাজিদ বলেছেন: আমিও একজনের প্রেমে পড়েছিলাম, এম্রিকায় থাকে :|

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

ইমরান হক সজীব বলেছেন: মহানায়িকার কথা বলছেন :P :D

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

বেঈমান আমি. বলেছেন: আমি সাজিদ বলেছেন: আমিও একজনের প্রেমে পড়েছিলাম, এম্রিকায় থাকে

তোমার জিএফ জানে? ;)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

গৃহ বন্দিনী বলেছেন: আহ ধাধার সমাধান করতে পেরে সেই রকম মজা পাইলাম ।একটা পুরস্কার দেয়া উচিত আমাকে আপনার । B-))

দুঃখের কথা হইল উনি এঙ্গেজড যতদুর জানি ।
আপনের জন্য এত্ত গুলা সমবেদনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

ইমরান হক সজীব বলেছেন:

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

লিখেছেন বলেছেন: uni ki kobita lekhen?

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

ইমরান হক সজীব বলেছেন: না :| :(

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইহতিব ইহতিব ইহতিব ইহতিব এবং ইহতিব

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

ইমরান হক সজীব বলেছেন: না ভাই, একমাত্র ব্লগার গৃহ বন্দিনীই ঠিক বলেছিলেন সেই কমেন্টটা মুছে দিয়েছি :(

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

সপন সআথই বলেছেন: vertual prem er jogot e aponake swagotom :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

ইমরান হক সজীব বলেছেন: প্রেম পাইলেন কই, বলেন ছ্যাকার জগতে স্বাগতম /:)

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

মিজভী বাপ্পা বলেছেন: কি আর কমু আফনারে একটা অণুকাব্য ডেডিকেট করি

শুনছে হে লস্কর,
নারী মন বোঝা বড়ই দুষ্কর

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

ইমরান হক সজীব বলেছেন: সে জানেই না যে আমি তারে এত্ত পছন্দ করি

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

গৃহ বন্দিনী বলেছেন: হাহহাহা আমি হাসতে হাসতে চেয়ার থেইকা পইড়া যাইতাছি ।

যত দূর জানি উনি একজন বিখ্যাত ব্লগারের সাথে এঙ্গেজড । কতখানি এঙ্গেজড কইতে পারি না । সবই ব্লগ ঘুইরা ঘুইরা জানসি । আপনের কান্না কাটি দেইখা আফসুস লাগতেসে । থাক আর কান্না কাটি কইরেন না । ইহকালে না হয় অন্যজনের সাথে এঙ্গেজড হইসে , পরকালে আপনের সাথে হইব ইনশাল্লাহ ।সেই পর্যন্ত ওয়েট করেন । জানেন তো ওয়েটিংএ মেওয়া ফলে B-)) B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

ইমরান হক সজীব বলেছেন: কি কন!! তাও আবার কোন ব্লগারের সাথে :(( :((
....................তার মত এটিচুড আর পাইতাম না দুনিয়াই, এমন হাসিখুশি আর সব কিছুতেই আমার সাথে কত্ত মিল :(( আমি ৬ মাস আগে তার কুনু ছবি না দেখেই প্রেমে পড়ছিলাম । .......কি আর করার ভালো থাকুক, আমি ফরকালের ওয়েট ই করি :((

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

জালিস মাহমুদ বলেছেন: :-B :-B :-B /:) /:) /:) :-P :-P B:-/ B:-/ B-)) B-)) B-)) B-)) B-) B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

ইমরান হক সজীব বলেছেন: B:-) X( /:)

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

এহসান সাবির বলেছেন: শেষ মেশ কি হল?

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

ইমরান হক সজীব বলেছেন: আবার কি হইবো, আমি তারে চিনও না, নাম ঠিকানাও জানি না । ৩০ নাম্বার কমেন্টে ব্লগার 'গৃহ বন্দিনী' এর কাছ থেকেই যতটুকু জেনেছি :|

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

এমএম মিন্টু বলেছেন: শেষে কি হয়েছিল মানে তার সাথে কি ভাব মিলেছিল ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

ইমরান হক সজীব বলেছেন: না ভাই কিছুই হয় নাই । শুধু ব্লগ পড়েই পছন্দ হয়েছিল । আমি তারে চিনও না, নাম ঠিকানাও জানি না । ৩০ নাম্বার কমেন্টে ব্লগার 'গৃহ বন্দিনী' এর কাছ থেকেই যতটুকু জেনেছি ।

৩৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

মামুন আকন বলেছেন: অদ্ভুদ ফিলংস আপনার,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.