নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী মানুষ

....

ইমরান হক সজীব

--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n --\n--\n--\n--\n-\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--ভেড়ামারা, কুষ্টিয়া ।

ইমরান হক সজীব › বিস্তারিত পোস্টঃ

সুদূর মহাকাশে বেনু গ্রহাণুতে নিজের নাম পাঠানোর সুযোগ, সাথে চমৎকার একটা সার্টিফিকেট নিন ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫





আমাকে দেয়া তাদের সার্টিফিকেট-



মহাকাশে যাওয়ার কথা ভাবছেন? অঢেল অর্থ-সম্পত্তি না থাকলে সম্ভব নয়, তবে আপনার নাম কিন্তু মহাকাশে পৌঁছাতে পারেন খুব সহজেই। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা আপনার নাম মহাকাশে পাঠানোর ব্যবস্থা করেছে। স্পেস ডটকমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।



নাসার গবেষকেরা সারা বিশ্বের সবাইকেই তাদের নাম মহাকাশে পাঠানোর সুযোগ করে দিচ্ছেন। এই নামগুলো একটি বিশেষ মাইক্রোচিপে সংরক্ষণ করে সেটি বিশেষ নভোযানে করে ২০১৬ সালে মহাকাশে পাঠানো হবে। নামসহ গবেষকদের এবারের মিশন পরিচালিত হচ্ছে বেনু নামের একটি গ্রহাণুতে। এটি মনুষ্যবিহীন রোবোটিক্স মিশন।



এক হাজার ৭৬০ ফুট প্রশস্ত গ্রহাণুটিতে দুই বছর রোবোটিক্স মিশন চলবে। এ সময় গ্রহাণুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে আবার পৃথিবীতে ফেরত আসবে একটি ক্যাপসুল। গবেষকেরা এই মিশনটির নাম দিয়েছেন ‘অরিজিনস-স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রিগোলিথ এক্সপ্লোরার’ (অসিরিস-রেক্স)।



প্রকল্পটির প্রধান কর্মকর্তা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডান্তে লরেটা জানিয়েছেন, ‘আমরা অসিরিস-রেক্স মিশনটি সবার সঙ্গে শেয়ার করতে পেরে রোমাঞ্চিত। মহাকাশে নিজের নাম পাঠানো এবং এই মিশনের সঙ্গে নিজেকে যুক্ত করার অপূর্ব সুযোগ এটি।’



যাঁরা বেনুতে নিজের বার্তা পৌঁছে দিতে চান, তাঁরা এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নাম পাঠানোর সুযোগ পাবেন।

বিস্তারিত-

http://www.prothom-alo.com/technology/article/126670/মহাকাশে_নিজের_নাম_পাঠানোর_সুযোগ

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বটবৃক্ষ~ বলেছেন:



নাইস পোস্ট!! :) :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ইমরান হক সজীব বলেছেন: থেঙ্কু ।
আমি সার্টিফিকেট পেয়ে সেইরকম মজা পেয়েছি । লেমিনেটীং করে মানুষকে দেখানো যাবে । সবাই তো আর বুঝবে না কিসের কি, ভালোই ভাব নেয়া হবে B-)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

বিভীষণ বলেছেন: পরে দেখা গেলো ভীনগ্রহের কোন প্রানী ঐ চিপ থেকে নাম নিয়ে পৃথিবীতে এসেছে অপারেশন ক্লিন হার্ট শুরু করল!

রিস্ক নিয়া কাম নাই! :(

যাই হোক আপনার জন্য শুভকামনা!মহাকাশে গেলে মেইল দিয়েন! ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ইমরান হক সজীব বলেছেন: কি বলেন! চিপ থেকে নাম নিয়ে আমাকে খোঁজা লাগবে না, এমন কেও আসলে আমিই লাফাতে লাফাতে যেয়ে তার কোলে ঝাঁপ দিতাম, মারুক আর যাই করুক B-)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

ভোরের সূর্য বলেছেন: ভাই কাইন্ডলি আমাদের দুই নেত্রির নাম পাঠিয়ে দিন। এরা যদি এলিয়েনের দেশে যেয়ে আর ফিরে না আসে তাহলে খুব ভাল হয়।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

ইমরান হক সজীব বলেছেন: এগ্রি । খুব একটা ভালো না দেখালেও আমি মাইনাস টু ফর্মুলার কিঞ্চিৎ সমর্থক :D

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ, বেশতো!!!

দিলাম কাচ্চা-বাচ্চা সহ সবার নাম পাঠিয়ে ;)

অনেক ধইন্যা আপ্নেরে :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

ইমরান হক সজীব বলেছেন: চুচাগতম

প্রথম আলোতে গোলাম নামে যে কমেন্ট করেছে সেটা কি আপনি? :-B

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: ভোরের সূর্য বলেছেন: ভাই কাইন্ডলি আমাদের দুই নেত্রির নাম পাঠিয়ে দিন। এরা যদি এলিয়েনের দেশে যেয়ে আর ফিরে না আসে তাহলে খুব ভাল হয়। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

ইমরান হক সজীব বলেছেন: লেখক বলেছেন: এগ্রি । খুব একটা ভালো না দেখালেও আমি মাইনাস টু ফর্মুলার কিঞ্চিৎ সমর্থক :D

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: উদ্দেশ্যটা কি ঠিক বুঝলাম না।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

ইমরান হক সজীব বলেছেন: ওদের সাথে অংশ নেয়া আরকি :|

প্রকল্পটির প্রধান কর্মকর্তা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডান্তে লরেটা জানিয়েছেন, ‘আমরা অসিরিস-রেক্স মিশনটি সবার সঙ্গে শেয়ার করতে পেরে রোমাঞ্চিত। মহাকাশে নিজের নাম পাঠানো এবং এই মিশনের সঙ্গে নিজেকে যুক্ত করার অপূর্ব সুযোগ এটি।’

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

নূর আদনান বলেছেন: কেমুন জানি ডর করে। :P তয় আপনের লগে যদি দর্শন করতে আসে তাইলে আমারে একটু কইয়েন.... ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

ইমরান হক সজীব বলেছেন: কি বলেন ডর !! :-* আমার তো ব্যাপক আনন্দের বিষয় মনে হচ্ছে ।
....কমু মানে সোজা আপনের বাড়ি পাঠিয়ে দিবো :#)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-) B:-)



বিভীষণ বলেছেন: পরে দেখা গেলো ভীনগ্রহের কোন প্রানী ঐ চিপ থেকে নাম নিয়ে পৃথিবীতে এসেছে অপারেশন ক্লিন হার্ট শুরু করল!

রিস্ক নিয়া কাম নাই! :(

যাই হোক আপনার জন্য শুভকামনা!মহাকাশে গেলে মেইল দিয়েন! ;) ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

ইমরান হক সজীব বলেছেন: মানুষ মারলেও এরা পোকামাকড় মেরে হাত নোংরা করবে না, তাই আপনার কোন রিস্ক নাই B-))

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

অদিব বলেছেন: দিয়ে দিলাম নাম! যা আছে কপালে! :-B :-B :-B ফ্রি ফ্রি সার্টিফিকেটটাও মনে ধরছে!!! ;) B-) B-)

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

ইমরান হক সজীব বলেছেন: হ আমারো, আমি লেমিনেটিং করুম, বন্ধু বান্ধুগো দেখানো যাইবো ;)

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: নাসার সাইটে এ পর্যন্ত অনেকবার নাম দিয়েছি বিভিন্ন মিশনে। এখন বলতে পারি মঙ্গল গ্রহে ফিনিক্স মিশনে একটা ডিভিডি আছে যেটায় অনেক নামের মধ্যে আমার নামটাও আছে। এখন যে কিউরিওসিটি মিশন চলছে সেটায় একটা চিপের মধ্যেও আমার নামটা আছে। একটা গ্রহানুতে আঘাত করেছিলো নাসার একটা স্পেসক্র্যাফট্‌, সেটার মধ্যেও আমার নাম ছিলো। এগুলো সবগুলোর সার্টিফিকেট রেখে দিয়েছি :)। একটা মিশনে আবার শুধু নাম না, ছবিও নিয়ে গিয়েছিলো মহাকাশে, আমার ছবিও ছিলো সেটায়।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

ইমরান হক সজীব বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/ সালাম বস :|
এত জাইগাই নাম গিয়েছিলো, এতো গুলো সার্টিফিকেট, আবার ছবিও নিয়ে গিয়েছিলো!! হিংসাই তো জ্বলে পুড়ে গেলাম :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.