নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী মানুষ

....

ইমরান হক সজীব

--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n --\n--\n--\n--\n-\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--ভেড়ামারা, কুষ্টিয়া ।

ইমরান হক সজীব › বিস্তারিত পোস্টঃ

৫০ হাজার বছর পরের ভবিষ্যৎ পৃথিবীর কাছে পাঠিয়ে দিন আপনার বার্তা, ম্যাসেজ!!

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১০

জী, ঘটনা সত্য এবং চিত্তাকর্ষক । একটি উপগ্রহ বর্তমান পৃথিবীর মানুষের কাছ থেকে বার্তা নিয়ে মহাশূন্যে চলে যাবে। এরপর ৫০ হাজার বছর পরে এটা আবার পৃথিবীতে ফিরে আসবে সেই বার্তাগুলো নিয়ে ভবিষ্যৎ পৃথিবীর অধিবাসীদের জন্য।



আপনি যা খুশী তাই লিখতে পারবেন ৬০০০ অক্ষরের মধ্যে । প্রকল্পের সাথে জড়িতরা সবাইকে মেসেজ সংগ্রহ করতে বলেছেন, হোক সে ছোট কিংবা বড়, তরুণ কিংবা বৃদ্ধ, এমনকি নিরক্ষরদের কাছ থেকেও! ২০১৪ সালের শেষ সময় পর্যন্ত মেসেজ পাঠানো যাবে।আর স্যাটেলাইটটি পৃথিবীর মানুষের মেসেজ নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করবে ।



তাহলে আর দেরি কেন, এখনি লিখে ফেলুন কিছু একটা । চেষ্টা করুন যাতে লেখাই আপনার নিজস্ব ব্যক্তিত্ব ফুটে উঠে । ৫০ হাজার বছর পরের মানুষ গুলো যেন জানতে সেই সুদূর অতীতে চমৎকার মনের একটা মানুষ ছিল ।



http://www.priyo.com/2014/01/20/49577

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন জিনিস শেয়ার করলেন।

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩১

ইমরান হক সজীব বলেছেন: হ্যাঁ আসলেই দারুন, ৫০ হাজার বছর পরের মানুষ কিনা আমাদের সম্বন্ধে জানবে ।

২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:০১

নিয়ামুল ইসলাম বলেছেন: এই পৃথিবীই হয়তো আর সর্বোচ্চ ৫০০ বছর টিকতে পারে, কেয়ামতের অনেক লক্ষন এখন বর্তমান। :| :| তবে ওই প্রোগ্রামটা পছন্দ হয়েছে :)

০৩ রা মে, ২০১৪ রাত ৮:৩৬

ইমরান হক সজীব বলেছেন: এই পৃথিবী আরো একশ কোটি বছর বসবাসের উপযোগী থাকবে যদি মানুষ নিজেরাই না যুদ্ধ হানাহানি করে ধ্বংস না করে । তারপরে সময়কে স্থির করে আলোর গতিতে নতুন কোন গ্যালাক্সির কোন গ্রহে গিয়ে বসবাস করবে B-) :D

৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ৮:২১

শ্রাবণ জল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

স্বাধীনচেতা মানবী বলেছেন: ইন্টারেস্টিং একটা জিনিস :)

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

এহসান সাবির বলেছেন: ১ম ভালো লাগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.