নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেশা সাহিত্য, পেশা শিক্ষকতা।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা!!! অধিকার? নাকি অন্যায়?

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৪৬

আত্মহত্যা বিষয়টা নিয়ে মত অমতের অন্ত নেই। আত্ম মানে নিজ, হত্যা মানে খুন। নিজেকে খুন করার অধিকার কি মানুষ রাখে? এটা কি অন্যায়? আত্মহত্যার কারণ, প্রেক্ষাপটকে গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ দরকার। তবে আমার যতটুকু মনে হয় এটি ক্ষেত্রবিশেষে অধিকার। আপনাদের বক্তব্য আমার চিন্তাকে পরিশীলিত করবে, এই আশায় পোস্ট করলাম।

[বি. দ্র.: নিরর্থক আক্রমণ বা অপমান করবেন না কেউ কাউকে সে প্রত্যাশা থাকবে।]

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৫০

লক্ষ্মীছেলে বলেছেন: বি. দ্র.: নিরর্থক আক্রমণ বা অপমান করবেন না কেউ কাউকে সে প্রত্যাশা থাকবে।
..

২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:০৬

সুব্রত দত্ত বলেছেন: বিষয়টা অপছন্দনীয় হবে জানতাম কিন্তু এখানে একজন নতুন সদস্য হিসেবে দেখেছি অনেক জ্ঞানীরাও নিরর্থক অপমান করে মাঝেমাঝে। আপনার খারাপ লেগে থাকলে দুঃখিত।

৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:০৭

নতুন বলেছেন: এটা স্টুপিডিটি.. কাপুরুষতা এবং আমার মনে হয় যারা আত্নহত্যা করার চেস্টা করেছে কিন্তু বেচে আছে তাদের জিঙ্গাসা করলে তারা এখন আত্নহত্যা করতে চাইবে না।

জীবনে অনেক কস্ট আসে কিন্তু সেটা সাময়িক... সময় সবকিছুই সারিয়ে তোলে...এবং জীবনে অবশ্যই আনন্দ ফিরে আসে..

কারন Live is Really Beautiful...

আপনি এমন কোন অবস্তা দেখাতে পারবেন না। যেখানে '' তবে আমার যতটুকু মনে হয় এটি ক্ষেত্রবিশেষে অধিকার।''

৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: আত্মহত্যা ভাল নয়, এটা কেউ করতেও চায় না।

তবে মানুষ খুব আবেগপ্রবণ।

৫| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১২

সুব্রত দত্ত বলেছেন: এই ধরেন একজন খুব অসুস্থ। চিকিৎসার সামর্থ নেই। সে কি অধিকার রাখবে না আত্মহত্যার?

৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪৪

নতুন বলেছেন: সুব্রত দত্ত বলেছেন: এই ধরেন একজন খুব অসুস্থ। চিকিৎসার সামর্থ নেই। সে কি অধিকার রাখবে না আত্মহত্যার?

চিকিৎসার অভাবে যদি হয় তবে সেটা সমাজ+রাস্টের দায়...

কিন্তু যদি অসুখে কস্ট পাচ্ছে সেটা বিবেচনা করতে পারে ... অনেক সময় করেও আদালত...

৭| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আত্ম হত্যাতে কোন দর্শনিক সমর্থন করেন নি শুধু প্লেটো কিছুটা সমর্থন করতেন।

৮| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আত্ম হত্যাতে কোন দর্শনিক সমর্থন করেন নি শুধু প্লেটো কিছুটা সমর্থন করতেন।

৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: আমার লেখাটা ( ]কিছু মানিক্য খুঁজে পেলাম । আপনাদের সাথে শেয়ার করলাম । সময় পেলে দেখবেন ) রিপোষ্ট করতে বাধ্য হলাম । সময় পেলে দেখে আসবেন । নাহলেও ঠিকাছে । আগের বারে মন্তব্য করেছিলেন । তাই এখানে ধন্যবাদ জানিয়ে গেলাম ।

আর আপনার পোষ্টের বিষয়টা খুবই বিতর্কিত । তবে ভাবনারও বিষয় ।

শুভকামনা ।

১০| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৪৭

সুব্রত দত্ত বলেছেন: নিঃসন্দেহে পোস্টের বিষয়টা বিতর্কিত। সেটা আমি শিরোনামেই লিখেছি। তবে আমার এ বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। আর ধারণা ছাড়া কোন বিষয়ে একপেশে বক্তব্য বা সিদ্ধান্ত টানা আমি পছন্দ করি না বিধায় পোস্টটা দিয়েছিলাম। আর অাপনার পোস্টটা সত্যিই দারুণ। সাহিত্যের ছাত্র বিধায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায় সম্পর্কে অনেক কিছুই পড়া হয়েছে কিন্তু এমন চমৎকার কিছু ছবি আগে দেখিনি। খুব ভালো লেগেছে। যাহোক, রি-পোস্টটাও দেখব। ভালো থাকবেন।

১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৯

সাহসী সন্তান বলেছেন: আমি আপনার পোস্টের বিষয়ে কিছু বলতে আসেনি, অফটপিকে আপনাকে মন্তব্যের প্রতিউত্তরটা শিখিয়ে দিই- আপনি যদি কোন মন্তব্যের প্রতিউত্তর করতে চান তাহলে, আপনি আপনার পোস্টে যারা মন্তব্য করেছেন দেখেন তাদের প্রত্যেকের মন্তব্যের ডান পাশে হলুদ রংয়ের একটা তীর চিহ্ন আছে।

সেই তীর চিহ্নিত স্থানটাতে ক্লিক করলে একটা ঘর আসবে! সেই ঘরে আপনার প্রতিউত্তরটি লিখে নিচে ক্লিক করলেই আপনার প্রতিউত্তর হয়ে যাবে! নিচের ছবিটা দেখুনঃ-

০৫ ই জুন, ২০১৬ রাত ১:০০

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। আসলে এখানে আমি নতুন এবং বেশির ভাগ ক্ষেত্রে মোবাইল থেকে লগইন করি বলে সবগুলো অপশন সম্পর্কে জানা হয়নি। আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে। সেটা হলো আমি যদি কারো পোস্টে কমেন্ট করি এবং তিনি যদি তার প্রতিউত্তর দেন তবে কি আমি সেই প্রতিউত্তরের নোটিফিকেশন পাব?

১২| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫০

সাহসী সন্তান বলেছেন: অবশ্যই পাবেন! শুধু আপনি অন্যের পোস্টে মন্তব্য করলেই নোটিফিকেশন পাবেন না, বরং আপনার পোস্টেও কেও মন্তব্য করলে আপনি তার নোটিফিকেশন পাবেন! নিচের ছবিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন-

তবে আপাতত সামুর কিছু টেকনিক্যাল সমস্যার কারণে নোটিফিকেশন সিস্টেমটা একটু ঝামেলা করছে। যেমন আপনার নোটিফিকেশন দেখাচ্ছে ৫ টা, কিন্তু ক্লিক করলে জিরো দেখাচ্ছে এমন। তবে এটা নিয়ে কাজ চলছে! সম্ভাবত খুব শীঘ্রোই এর সুরহা হয়ে যাবে!

ধন্যবাদ!

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

সুব্রত দত্ত বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতেও প্রয়োজন পড়লে আপনাকে বলব। আশা করি বিরক্ত হবেন না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.