নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Who am I? Does it matter? In quantum physics, I’m just matter.

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

অ-কবির কবিতা নাকি তামাশা!!!!

২০ শে জুন, ২০১৬ রাত ৮:৫৪

জ্ঞান বা প্রেমের সমকক্ষ নও তুমি-
এমনকি আমিও নেহাৎ তুচ্ছ।
ময়ূরের পুচ্ছ নাচা দেখে তুমি আমি ভুলি,
ভুলি মিষ্টি গন্ধে ভরা হাসনাহেনার দর্শনে,
ঠোঁটের সঙ্গে ঠোঁটের ঘর্ষণেও আমার বিহ্বল।
তাই জ্ঞান বা প্রেমের সমকক্ষ নই কেউ।
চোখে চোখ রেখে হৃদয়নদে ঢেউ ওঠে।
তুমি আমায় ভালোবেসে ভোলাও
আমি ভোলাই চুম্বনে।
অথচ প্রেম বা জ্ঞান অশরীরী-
তার কোনো আকার বা আকৃতি নেই।
ঈশ্বর যেমন থেকেও নিরাকার
তেমনি জ্ঞান ও প্রেম-
কিন্তু দেহের ওমে ছাই হয় সব।
দেহ, লাঙল, ভূমি আর নৌকার কারসাজিতে
উৎপন্ন হয় ফসলের পর ফসল।
সেখানে হাসেন ঈশ্বর-
হাসে জ্ঞান ও প্রেমদূত।


সুব্রত দত্ত
২১/০২/২০১৬ খ্রি:

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ রাত ৯:০৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: কনসেপ্টটা ভাল

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৩৭

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৬ রাত ৯:০৬

কল্লোল পথিক বলেছেন:




বেশ হয়েছে।

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৩৮

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৮

নীলপরি বলেছেন: দর্শনটা ভালো লাগলো। ++

৪| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০০

সুব্রত দত্ত বলেছেন: কি জানি :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.