নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

একটি রাত



সে রাত ভুলবো না কোন দিন

সে রাত আসতো যদি প্রতি রাতে!

সে রাত মুগ্ধতার রাত!



আমার নির্জন মন

সে রাতে কি করেছিলো তুমি জানো না!

সমস্ত কক্ষপথ ঘুরে

পৃথিবী কি কোনদিন হয়েছিলো ক্লান্ত?

আমার মন পেয়েছিলো তার কক্ষপথ

সমস্ত রাত তার আবর্তন তাই তোমাকে ঘিরে!



সে রাত শুধু জেগে থাকার

ঘুমিয়ে পড়লে হয়তো ভোর দেখতাম

কিন্তু জেগে থেকে আমি সূর্যোদয় দেখেছি!

সূর্যের মত উজ্জ্বল তোমার মুখটি দেখেছি!

আমি তোমাকে দেখেছি!



সারাটা রাত ছিলে পাশে বসে আমার

আর তোমার মুখটি ছিল আমার অন্তরে বসে!

ট্রেন চলছিল তার নিজস্ব গতিতে

যে যার ব্যস্ততা নিয়ে ছিল আপন ভুবনে

কেউ জানলো না কোনদিন

কেউ জানবে না কোন দিন

তুমিও জানবে না কোনদিন!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অচেনা আগন্তুক বলেছেন: সে রাত আসতো যদি প্রতি রাতে!
সে রাত মুগ্ধতার রাত!

আসেনারে ভাই!!!

এ ভীষম মরিচিকা;) শুধু একবার মায়াভ্রম দিয়ে পাগল করে
হারিয়ে যায় অনন্তে :((

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

স্বাধীন আকন্দ বলেছেন: সে ছিল চেনা আগন্তুক
তাই আমি মায়াভ্রম নিয়েও
অপেক্ষায় আছি হয়ে উন্মুখ!!!
:) :) :)

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন
+++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

স্বাধীন আকন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বালো লাগলো কবিতাটা

ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২০

স্বাধীন আকন্দ বলেছেন: কমেন্ট ও ভালো লাগার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.