নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আলোতেই খুঁজি অন্ধকার
আমি আলোতেই খুঁজি অন্ধকার!
প্রকৃতিতে উদ্ভাসিত আলোকের
অরুণরাঙ্গা প্রভাত থেকে
অস্তরবির ক্লান্তি পর্যন্ত,
খুঁজে বেড়াই মলিন অথচ নাশকারী
অনাকাঙ্ক্ষিত অন্ধকার!
ধরণীর বক্ষ চিড়ে সে অন্ধকারকে
দাবিয়ে দিতে চাই
এ রক্তমাংসের পদতলে!
আমি আলোতেই খুঁজি অন্ধকার!
যে অন্ধকার নিমেষেই
গ্রাস করতে চায় চকচকে এক
রৌদ্রময় প্রহর; ঘনকালো প্রসারিত থাবায়
যে অন্ধকার মুছে দিতে চায়
পৃ্থিবীর বুকের প্রাণ-চাঞ্চল্য;
নিঃশেষ করতে চায় এক প্রশান্তিময়
স্বস্তির নিঃশ্বাস; নতুন অংকুরের
শিরোন্নত করার ক্ষমতা রহিত করে যে অন্ধকার;
কুজ্ঝটিকার মাঝে ফেলে দিয়ে
যে অন্ধকার চায় মানব-সত্ত্বার ধ্বংস;
আমি সেই অন্ধকার-চিত্তের অবাধ বিচরণকে
করতে চাই ক্ষীণকুণ্ঠিত!
আপন হাতের মুঠোয়
তার গ্রাস করবার দুর্দম ক্ষমতাকে
আমি নিবৃত্ত করতে চাই!
আমি আলোতেই খুঁজি অন্ধকার!
রসাভাষে নয়, স্নেহার্দ্রে নয়
পরম প্রেমেও নয়
উগ্রচিত্তের রোষানলে আপন গুপ্ত ঝাঁঝে
ঐ হর্ষ-সংহারক অন্ধকার-সত্ত্বার চিহ্নকে
অন্তর্হিত করতে চাই;
বিশ্বনিখিলের লুপ্তপ্রায় অবসন্ন উন্মাদকে
পুনর্জাগ্রত করে
প্রফুল্লতায় ভরিয়ে দিতে চাই!
আমি আলোতেই খুঁজি অন্ধকার!
(২০০৫ সালে লেখা। আমি তখন দশম শ্রেণীতে!)
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
স্বাধীন আকন্দ বলেছেন: শিক্ষাজীবন প্রায় শেষ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০
ডট কম ০০৯ বলেছেন: দশম শ্রেনী অনুযায়ী অনেক ভাল লিখেছিলেন।
এখন কোন শ্রেণী?