নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

তুমি আর কারো তরে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

তুমি আর কারো তরে পথ চেয়ো না

কারো ফুল চোখে তুলে নিয়ো না



তুমি আঁখি দুটো ঢেকে রাখো

আপনার খেয়ালে

তুমি সদর দরজা ছেড়ে চলে যাও

ভিতরের দেয়ালে।



তুমি কভু কারো কথা শুনে

পড়িয়া থেকো না আবার

ঘর-কোণে।



তুমি ধন্য করতে পারো শুধু

পথের ধূলিকে

অনিন্দ্য পা দুটি দেখাইওনা কভু

আর মানুষগুলিকে।

তোমার পায়ের আওয়াজ শুনিলে

পথিক হবে দিশেহারা

তুমি হেঁটো না,ছোটাছুটি করো না

প্রয়োজন ছাড়া!



তোমার কথাগুলি তুমি ফুরিও না

তোমার হাতের ঘ্রাণটুকু উড়িও না।



তুমি কথা বলো চুপিসারে

হেসো না বারে বারে

তোমার কথা-হাসি-গান

সব শেষ করে দিও না।



তুমি পাখিদের সামনে গান গেয়ো না

তারা যদি করে তোমায় অনুকরণ!

তুমি ফুলের সামনে সেজে যেও না

নকল করিয়া ডেকে আনিবে মরণ!



তুমি আগলে রেখো তোমায়

মুক্তা যেমনি ঘুমায়

ঝিনুকের বুকে

তুমি আপনারে ভুলে গিয়ে

বিপদের মাঝে

দিও নাকো ঠুকে

তুমি একাকী ব্যথা পেও না।



আমার প্রতীক্ষায় তুমি থাকো

আমার জন্য রেখো

সব কথা-হাসি-গান

সব ব্যথা-অভিমান

আমায় দিও

তুমি কভু আমারে ভুলিয়া যেও না।



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৭

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.