নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিকতা কী?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

মনে করি, ভারতে একজন দর্শক আছেন, পাকিস্তানে আছেন আর একজন দর্শক।

এখানে ভারত ও পাকিস্তান দুটি ভিন্ন প্রসংগ কাঠামো।



এখন,



১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে।

এখানে বাংলাদেশ অপর একটি প্রসংগ কাঠামো।



মনে করি, সময়কাল ১৯৭১।

অর্থাৎ একই সময়ে দুটি ভিন্ন প্রসংগ কাঠামোয় অবস্থানকারী দুজন দর্শক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাকে কি একই রকম দেখবে?



উত্তর হবে-না।



পাকিস্তানে অবস্থানকারী দর্শকটি দেখবেন, পাকিস্তানের কিছু দেশদ্রোহী-ভারতপন্থী মুক্তিবাহিনী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের দমনের জন্য পাকিস্তানী সৈন্যবাহিনী দেশমাতার হয়ে কাজ করছে। তাদের সহযোগিতা করছে পূর্ব পাকিস্তানেরই কিছু দেশপ্রেমিক।



আর ভারতে অবস্থানকারী দর্শকটি দেখতে পাবেন যে, ভারত-পাকিস্তানের যুদ্ধ হচ্ছে।৯৩ হাজার পাকিস্তানী সৈন্যবাহিনী ভারতের কাছে আত্মসমর্পন করছে। যার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের।



ঠিক একই সময়ে বাংলাদেশে অবস্থানকারী কোন এক দর্শক দেখতে পাবেন যে, পাকিস্তানি কুত্তারা এ দেশের নিরীহ মানুষের উপর হামলা করেছে। তাদের সহযোগিতা করছে এদেশেরই কিছু জারজ সন্তান। শেষমেষ ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।



ঘটনা কিন্তু একই।



শুধু প্রসংগ কাঠামোর ভিন্নতার কারণে, একেক দর্শক একেক রকম দেখছে।



ইহাই আপেক্ষিকতা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: ইহাই আপেক্ষিকতা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.