নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-সামনের ভারত-পাকিস্তান ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?
-সরি। কোন ধরনের ‘কোন্দল’কে আমি কখনই সাপোর্ট করি না।
-আসলে আমি বলতে চাইছি, এদের মধ্যে কাকে আপনি সাপোর্ট করবেন?
-অবশ্যই পাকিস্তানকে।
-কেন?
-কারণ পাকিস্তানের খেলা আমার ভালো লাগে।
-কিন্তু, আপনি কি ভুলে গেছেন এই পাকিস্তানই ১৯৭১ সালে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল আমাদের উপর?
-এর সাথে খেলার সম্পর্ক কী?
-শুধু খেলা বলে তো কথা না। কোন কিছুতেই আমাদের পাকিস্তানকে সাপোর্ট করা ঠিক না। ওরা আমাদের অস্তিত্বই স্বীকার করে না! এখনো ওরা আমাদের কাছে ক্ষমা চায় নি। আর ক্রিকেটের কথা বলছেন তো, বাংলাদেশ টিম নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে না যাওয়ায় ওরাও হুমকি দিয়েছিল যে বিপিএল, এশিয়া কাপ, বিশ্বকাপ কোনটিতে খেলতে এ দেশে আসবে না! এরপরেও আপনি পাকিস্তানকে সাপোর্ট করবেন?
-ঠিক আছে, আমি তাহলে ভারতকে সাপোর্ট করবো।
……………
-আপনি কেন ভারতকে সাপোর্ট করবেন?
-কারণ, ভারতের খেলা আমার ভালো লাগে।
-কিন্তু আপনি কি জানেন না ভারত শুধুমাত্র ১৯৭১ সালেই বাংলাদেশকে হেল্প করেছিলো। এরপর, এখন পর্যন্ত তারা আমাদের শুধু বাঁশ দিয়েই যাচ্ছে?
-এর সাথে খেলার কী সম্পর্ক?
-শুধু খেলা বলে তো কথা না। কোন কিছুতেই আমাদের ভারতকে সাপোর্ট করা ঠিক না। ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধকে নিজেদের যুদ্ধ বলে মনে করে! ‘৭১ এর পরে যতগুলো চুক্তি হয়েছে কোনটিতেই আমাদের স্বার্থ রক্ষা হয় নি! এখনও সীমান্তে পাখির মত বাংগালীদের হত্যা করা হচ্ছে! আর ক্রিকেটের কথা বলছেন তো, এই ভারতই আমদেরকে টেস্ট খেলা থেকে বাদ দেয়ার জন্য অদ্ভুত আইন করতে চেয়েছিল! ওদের অনেক ক্রিকেটারই বাংলাদেশকে ছোট দল বলে তাচ্ছিল্য করে! এরপরেও আপনি ভারতকে সাপোর্ট করবেন?
-ঠিক আছে আমি তাহলে পাকিস্তানকে সাপোর্ট করবো।
……………
-আপনি কেন পাকিস্তানকে সাপোর্ট করবে্ন?
-কারণ পাকিস্তানের খেলা আমার ভালো লাগে।
--কিন্তু, আপনি কি জানেন না ব্লা ব্লা ব্লা……
-ব্লা ব্লা ব্লা……
..............
ভারত-পাকিস্তান ম্যাচে যাকে ইচ্ছা আপনি সাপোর্ট করেন। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু দয়া করে তাদের পতাকা উড়াইয়েন না, হাতে কিংবা গালে আঁকায়েন না। একটি পতাকা সে দেশের জাতিসত্ত্বাকে প্রকাশ করে।
আপনার জাতিসত্ত্বার প্রকাশ শুধুমাত্র আপনার নিজের দেশের পতাকাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
স্বাধীন আকন্দ বলেছেন: ভালো বলেছেন।
তবে অনেকেই আছে যারা এটাকে কামড়াকমড়ি মনে করে না, মনে করে হাই ভোল্টেজ ম্যাচ!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
ম্যাংগো পিপল বলেছেন: একদম সহমত,
ভারত-পাকিস্তান ম্যাচে যাকে ইচ্ছা আপনি সাপোর্ট করেন। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা।
এই লাইনের পরে আর সহমত নই, আমি আবার একটু কট্টর ভাদা, পাদা, বিরোধী ।
হেডস্যার বলেছেন:
রাস্তায় যদি দুইটা নেড়ি কুত্তা কামড়াকামড়ি করে তখন কি আমি দুইটার একটারে ও সাপোর্ট করি??
না করি না। বরং খাড়াইয়া তামাশা দেখি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
স্বাধীন আকন্দ বলেছেন: আমিও আপনার সাথে সহমত। আমি নিজেও একটু বেশীই কট্টর ভাদা, পাদা বিরোধী কিনা!
কিন্তু এখনো বিদ্যমান ভারত-পাকিস্তানে মুগ্ধ সাপোর্টারদেরকে কিভাবে বুঝাবেন?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
সীমানা ছাড়িয়ে বলেছেন: কাউকে সাপোর্ট করতেই হবে কেন? অদ্ভূত কথা!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
স্বাধীন আকন্দ বলেছেন: আমি কাউকে সাপোর্ট করতে বলিনি।
যারা এখনো করে তাদেরকে মিন করেছি।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
বেকার সব ০০৭ বলেছেন: হেডস্যার বলেছেন:
রাস্তায় যদি দুইটা নেড়ি কুত্তা কামড়াকামড়ি করে তখন কি আমি দুইটার একটারে ও সাপোর্ট করি??
না করি না। বরং খাড়াইয়া তামাশা দেখি।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০০
স্বাধীন আকন্দ বলেছেন:
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
পথহারা নাবিক বলেছেন: খেলার স্বার্থে মানে বাংলাদেশের ভালোর জন্য পাকিস্থান জিতা দরকার!! যদিও দুইটা দল্কেই আমি দেখতে পারি না!! কারণ আমার দেশ এখন অনেক শক্তিশালী দল!!
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
হাসিব০৭ বলেছেন: হেডস্যার বলেছেন:
রাস্তায় যদি দুইটা নেড়ি কুত্তা কামড়াকামড়ি করে তখন কি আমি দুইটার একটারে ও সাপোর্ট করি??
না করি না। বরং খাড়াইয়া তামাশা দেখি।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০১
স্বাধীন আকন্দ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
হেডস্যার বলেছেন:
রাস্তায় যদি দুইটা নেড়ি কুত্তা কামড়াকামড়ি করে তখন কি আমি দুইটার একটারে ও সাপোর্ট করি??
না করি না। বরং খাড়াইয়া তামাশা দেখি।