নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ভূত এফএম এ একরাতে আমি(রম্য)

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯

'শুনছেন সবসময়ের এফএম স্টেশন রেডিও ফুর্তি। আজকে জনপ্রিয় ভুত এফএম উপস্থিত আছেন কয়েকজন অতিথি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে...'বলেই রাসেল ভাই আমার দিকে তাকালেন।



আমি বলতে শুরু করলাম, ‘রাসেল ভাই, ঘটনার শুরু আমি যখন রাতে টিউশনি থেকে হলে ফিরি। তখন আনুমানিক রাত দশটার মত বাজে। প্রতিদিনের ন্যায় সেদিনও আমি গুলিস্তান থেকে হেঁটে ফিরছিলাম। তো হলগেইটের কাছাকাছি আসতেই একটা অপরিচিত লোকের সাথে হঠাৎ ধাক্কা লাগলো! লোকটি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল- আমি পিছনে তাকাতেই দেখি লোকটি নেই!’

‘বলেন কী!’ রাসেল ভাই ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলেন, ‘লোকটি ধাক্কা দিয়েই গায়েব হয়ে গেল?’

আমি ফিসফিসানো কন্ঠে বললাম, ‘নাহ! লোকটি বাসে উঠে পড়েছিল।’

রাসেল ভাই হাফ ছাড়লেন, ‘ওহ, তাই বলেন। তারপর?’



‘তারপর, রাসেল ভাই...আমার ভয়-মাখানো কন্ঠ, আমি গেইট দিয়ে হলে ঢুকতেই অনুভব করি কেউ একজন আমাকে ফলো করছে...!’

‘কোন অশরীরী কিছু?’

‘না-না। আমাদের হলগেইটের কর্মচারী। আমাকে পিছন থেকে এসে দেখে গেল যে আমি বাইরের কেউ কিনা। রাতে বাইরের লোকদের হলে ঢোকা নিষেধ...’



‘তারপর রাসেল ভাই আমি আমার রুমে আসলাম...রুমে ঢুকতেই ধ্বক করে একটা বিদঘুটে গন্ধ আমার নাকে আসলো...!’

‘কিসের গন্ধ? পচা মাংসের? কিংবা কোন গলিত মৃতদেহের?’

‘না রাসেল ভাই। সেরকম কিছু না। সারাদিন দরজা-জানালা বন্ধ ছিল বলে রুমেরই ভ্যাপসা গন্ধ। রাসেল ভাই, আমি জানালাটা খুলে যেই বিছানায় বসলাম তখনি দর দর করে ঘামতে শুরু করলাম...!’

‘ভয়ে? মানে কোন ভয়ংকর কিছু কি আপনার চোখে পড়েছিল যা দেখে ঘামছিলেন?’

‘হ্যা, রাসেল ভাই...!’

‘কী দেখলেন?’ রাসেল ভাই ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলেন।

‘দেখলাম...দেখলাম...ফ্যানটা ঘুরছে না...!’

‘সুইচ অন করার পরও?’

‘না-না। সুইচ অফ ছিল। এরপর সুইচ অন করে ফ্যান ছাড়ি।’

‘কিন্তু বলছিলেন যে আপনি ঘামছিলেন?’

‘ঘামবো না? সারাদিন কী ধকলটা গেছে শরীরের উপর দিয়ে......এতো টায়ার্ড ছিলাম!’

‘ওহ...তাই বলেন!’



রাসেল ভাই এবার শ্রোতাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, ঘটনার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যারা আজকের ভুত এফএম শুনছেন, তাদের বলছি আপনারা এসএমএস করতে পারেন, কেমন লাগছে আজকের ঘটনাগুলো। ইতিমধ্যে অনেকেই আমাকে এসএমএস করেছেন। উত্তরা থেকে ডিজিটাল ভুত লিখেছেন, আমার খুব ভয় করছে...গেইটের কাছে যেতে পারছি না। পুরান ঢাকা থেকে ভৌতিক কন্যা লিখেছেন, আজকের ঘটনাগুলো অনেক ভয়ের! খাট থেকে নামতে পারছি না রাসেল ভাই! ভুতের গলি থেকে ভীতিকর ইমরান লিখেছেন, রাসেল ভাই ভয়ে গা ছম-ছম করছে, এত ভয়ংকর ঘটনা কেন শোনান?



‘আমরা আবারো ঘটনায় চলে যাচ্ছি, তারপর কী হল।’ বলে তিনি আবারও আমার দিকে ফিরে তাকালেন।

আমি বলতে লাগলাম, ‘রাসেল ভাই, একটু বিশ্রাম নিয়ে আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। দেখি অনেকগুলো বাথরুম...’

‘অনেকগুলো মানে? একটা বাথরুম অলৌকিক ভাবে অনেকগুলো হয়ে গেছে?’

‘না-না রাসেল ভাই। হলে অনেকগুলো কম্বাইন্ড বাথরুম থাকে আপনি বোধহয় জানেন না। আমি তার একটিতে ঢুকে প্রাকৃতিক কাজ সারলাম। কিন্তু বের হতে গিয়েই সেই ভয়ংকর ঘটনাটি ঘটলো! আমি ছিটকিনি খুলতে পারছিলাম না!’

‘ছিটকিনি কি খুব শক্তভাবে এটে গিয়েছিল? কিংবা বাইরে থেকে কোন কিছু ভর করেছিল?’

‘না রাসেল ভাই। আমাদের হলের প্রায় বাথরুমের ছিটকিনিই নষ্ট।’

‘তাই বলেন...!’ রাসেল ভাই আবারও হাফ ছাড়লেন।

‘তারপর, রাসেল ভাই অনেক ঝক্কি ঝামেলার পর ছিটকিনি খুলে বেসিনের কাছে আসলাম। এরপর ট্যাপ ছাড়তেই দেখি কালো রঙের পানি ছিচ্ছির করে বেরুচ্ছে!’

‘কালো রঙের? আপনি ঠিক দেখেছেন তো? লাল নয় তো আবার? মানে লাল রক্ত...অবশ্য কালো রক্তও হতে পারে...!’

‘না-না রাসেল ভাই। রক্ত হতে যাবে কেন? আমাদের হলের পানির রং ই এ রকম। অনেক সময় বেশি অপরিষ্কার হয়ে গেলে এ রকম কালো হয়ে যায়। তারপর, কী আর করা। সেই পানি দিয়েই হাতমুখ ধুয়ে রুমে ফিরলাম। তারপর রাতের খাবারের জন্য ডাইনিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।’





‘আমরা এখন দ্বিতীয় ঘটনায় যাবো। এর আগে কিছু এসএমএস নিচ্ছি, গুলশান থেকে প্রাক্টিক্যাল ভূত লিখেছেন, তিনি বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। মালিবাগ থেকে ভালো মনের পেত্নী লিখেছেন, তিনিও বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। আমার নিজেরও বাথরুম চেপেছে। বাট,এই ঘটনা শোনার পর আপনাদের মত আমিও ভয়ে যেতে পারছি না!’



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০

নীল জোসনা বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৪ রাত ৮:৪৩

স্বাধীন আকন্দ বলেছেন: =p~ =p~ =p~

২| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:২৪

মশিকুর বলেছেন:
মানুষেরা ভুতদের নিয়ে ভয়ের অনুষ্ঠান করে(!) ভূত যদি আসলেই থেকে থাকে তাহলে তারা মানুষদের নিয়ে নিশ্চিত হাসির অনুষ্ঠান করে...
কাহিনী কিন্তু একই থাকে =p~ =p~

২৮ শে মে, ২০১৪ রাত ৯:৪২

স্বাধীন আকন্দ বলেছেন: সহমত =p~ =p~

৩| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৬

আর্টিফিসিয়াল বলেছেন: vui paichiiiiiiii.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.