নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভির নাম 'ফাদ' The trap
মুভিটি শাকিব খানের হলেও এটি কিন্তু সায়েন্স ফিকশান ধর্মী মুভি! পুরো মুভির কাহিনী রোটেইট করে একটি সিডি ডিস্ক নিয়ে!
কী আছে এই ডিস্কে?
কৌতুহল নিয়ে আমরা আট বন্ধু আজ ছুটে গিয়েছিলাম পাচদোনা ঝংকার সিনেমা হলে। গিয়ে দেখলাম দর্শক হুমড়ি খেয়ে পড়েছে!প্রচন্ড ভীড় ঠেলে কোনমতে টিকিট ম্যানেজ করা গেল!
ছবির শুরুতে দেখা যায় শাকিবের বাবা কাজী হায়াত সংবাদ সম্মেলন করে তার যুগান্তকারী আবিষ্কার গনমাধ্যমকে জানাচ্ছেন। তিনি নারায়নগঞ্জের কলার উপর গবেষনা করে প্রমান করেছেন এই কলায় ক্যালসিয়ামের বদলে ইউরনিয়াম আয়ন বিদ্যমান!
এই ইউরোনিয়ামকে পারমানবিক শক্তিতে রূপান্তরিত করে বিদ্যুত উতপাদন সম্ভব! তিনি তার সমস্ত গবেষনাকে একটি ডিস্কে যেই মাত্র সংরক্ষন করলেন সেই মাত্র ভিলেন অমিত হাসানের আবির্ভাব। অমিত হাসান ডিস্কটি ছিনিয়ে নিয়ে মালয়শিয়া যাওয়ার জন্য সরাসরি এয়ারপোর্টে চলে যায়। কিন্তু সেখানে দেশি বিদেশি এমনকি ইন্টারপোলের পুলিশ তাকে খুজছে! অনন্যোপায় হয়ে সে সিডির ডিস্কটি সেখানে দাড়িয়ে থাকা লাল জামা পড়া একটি মেয়ের ব্যাগে ঢুকিয়ে দেয়। ঘটনাক্রমে সেই মেয়েটিও মালয়শিয়া যাচ্ছিল। কিন্তু অমিত হাসান বিভ্রান্ত হয়ে যায় কারন লাল জামা পড়া দুটো মেয়ে সেখানে দাড়ানো ছিল!
কার ব্যাগে তবে সেই ডিস্ক?
সাস্পেনশন শুরু....
পরবর্তীতে অমিত হাসান মালয়শিয়া এসে হন্যে হয়ে খুজে ফেরে সেই মেয়েকে।
এদিকে শাকিব খান তার বড় ভাইকে খুজতে আসে মালয়শিয়া। দেখা হয়ে যায় নায়িকার সাথে। আসলে এই নায়িকাই হল সেই এয়ারপোর্টের মেয়েটি!
ওদিকে অমিত হাসান কিন্তু মেইন ভিলেন নয়। তারও বস আছে। আছে ড্যাশিং গার্লফ্রেন্ড।
ছবির শেষ মূহুর্তে গিয়ে দুর্দান্ত টুইস্ট! মানে ধাক্কা! শাকিব খানের বড় ভাই-ই হল মেইন ভিলেন। অমিত হাসানের বস!
সবথেকে বড় ধাক্কাটি হল এই বড় ভাই আর কেউ নয় শাকিব খান নিজে অর্থাৎ তার ডাবল পার্ট! কাজী হায়াতেরই অবৈধ সন্তান আরেক শাকিব খান। কাজী হায়াত আসলে পাজী হায়াত!
তারপর মুখোমুখি দুই শাকিব খান।
কে নায়ক আর কেইবা ভিলেন?
পুরা গোলমেলে অবস্থা!
ছবির শেষ মুহুর্তে অবশ্য সব পরিষ্কার।
দুর্দান্ত একটি মুভি দেখে পুরা টাকাই উসুল!
আমরা এখন অপেক্ষায় আছি এর সিকুয়েল ফাদ-২ দেখার জন্য।
সবাইকে দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি..
(কাহিনী ইচ্ছাকৃতভাবে পরিবর্তিত, পরিমার্জিত ও পরিবর্ধিত। এরকম হলেও হতে পারতো।)
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৩৯
ফা হিম বলেছেন: খাইছে!! এই কাহিনী তো স্পিলবার্গের মাথায়ও আসে নাই!!