নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আজ খুব বৃষ্টি হোক (একটি নোংরা কবিতা)

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০০

আজ খুব বৃষ্টি হোক

নোংরা-বর্জ্য ছড়িয়ে পড়ুক চারিদিক

ফুটপাত চলতে পিছলে পড়ুক অন্ধলোক

তা দেখে অসুস্থ মানুষগুলো হাসুক খিক-খিক



আজ খুব বৃষ্টি হোক



আজ গোটা ঢাকা শহর

কাদায়-বিষ্ঠায় পূর্ণ হয়ে

পৃথিবীর নিকৃষ্টতম নগরীতে পরিণত হোক

গুলিস্তানের ভাগাড় থেকে নোংরা স্তুপ

গুলশান-বনানীতে ছড়িয়ে পড়ুক

কমলাপুরের বস্তি থেকে

মানুষের বর্জ্য-অসুখ

ছড়িয়ে পড়ুক পার্কে-লনে-শপিং মলে

ঘৃণায় ঘৃণায় রি রি করে

গুলিয়ে যাক চোখ



আজ খুব বৃষ্টি হোক

বৃষ্টিতে নোংরা হোক শহরের প্রতিটি কোণ



নোংরা হোক

কামোদ্দেপিত নোংরা সেই মেয়েটির মতোন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: শেষ লাইনটির মর্মার্থ বুঝতে পারিনি তবে গুলশান-বনানীতে ছড়িয়ে পড়ুক লাইনটি ভাল লেগেছে।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

সরদার হারুন বলেছেন: আজ রোদ উঠুক । নিরন্নুষ মানুষগুলি কাজে বেরিয়ে যাক।
সারা দিন কাজকরে চাল ডাল নিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে আসুক।
তার ছেলে মেয়ে গুালো পেটপুরে খেয়ে ঘুমিয়ে পরুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.