নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ খুব বৃষ্টি হোক
নোংরা-বর্জ্য ছড়িয়ে পড়ুক চারিদিক
ফুটপাত চলতে পিছলে পড়ুক অন্ধলোক
তা দেখে অসুস্থ মানুষগুলো হাসুক খিক-খিক
আজ খুব বৃষ্টি হোক
আজ গোটা ঢাকা শহর
কাদায়-বিষ্ঠায় পূর্ণ হয়ে
পৃথিবীর নিকৃষ্টতম নগরীতে পরিণত হোক
গুলিস্তানের ভাগাড় থেকে নোংরা স্তুপ
গুলশান-বনানীতে ছড়িয়ে পড়ুক
কমলাপুরের বস্তি থেকে
মানুষের বর্জ্য-অসুখ
ছড়িয়ে পড়ুক পার্কে-লনে-শপিং মলে
ঘৃণায় ঘৃণায় রি রি করে
গুলিয়ে যাক চোখ
আজ খুব বৃষ্টি হোক
বৃষ্টিতে নোংরা হোক শহরের প্রতিটি কোণ
নোংরা হোক
কামোদ্দেপিত নোংরা সেই মেয়েটির মতোন
২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
সরদার হারুন বলেছেন: আজ রোদ উঠুক । নিরন্নুষ মানুষগুলি কাজে বেরিয়ে যাক।
সারা দিন কাজকরে চাল ডাল নিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে আসুক।
তার ছেলে মেয়ে গুালো পেটপুরে খেয়ে ঘুমিয়ে পরুক।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: শেষ লাইনটির মর্মার্থ বুঝতে পারিনি তবে গুলশান-বনানীতে ছড়িয়ে পড়ুক লাইনটি ভাল লেগেছে।