নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সেই তো এলে (কবিতা)

১৪ ই মে, ২০১৫ দুপুর ১:৫০

সেই তো এলে
আমার উঠোন রোদ-রাঙাতে
সেই যে গভীর চোখ দুটো কি আমার খোঁজে?
সেই তো শেষে বৃষ্টি এনে ঠোট ভিজালে

এতো দিনের কান্না-চোখে বাষ্প ওড়ে
সারা সকাল তোমায় শুধু মনে পড়ে
শরীর জুড়ে কেবল আমার বেলা বাড়ে
কখন তুমি এই জানলায় শব্দ করো
কখন তুমি মেঘ হয়ে ফুল বৃষ্টি নামো
তাই ভেবে মন অপেক্ষাতে রাত পোহালো
তাই বুঝি রাত শিশির নিয়ে দীর্ঘ হলো;

তবুও ভোরের নরম আলো আমায় ডাকে
তোমার ছায়া ভুল করে হাত হাতে রাখে

ভ্রান্তি আমার!
এখন বিকেল সূর্য ডোবে
স্বপ্ন দেখে রাত কেটেছে দিন কেটেছে
গভীর ঘুমে!
সকাল ভেবে ভুল করেছি তোমার মতন
দিনটা আমার বৃথাই গেলো কি অকারন
রাত পড়ে যায় কী বিষণ্নতায় শেষ বিকেলে

সেই তো এলে
উঠোন থেকে রোদ তাড়াতে
তোমার গভীর চোখ দুটো নয় আমার খোঁজে
সেই তো শেষে বৃষ্টি এনে চোখ ভিজালে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.