নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল করে কাছাকাছি এসে যখন পড়েছি
আরো কিছু ভুল তাই হোক না
আরো কিছু হাত-ধরা
চোখে চোখে চেয়ে থেকে দুজনকে জেনে নেয়া
আরো কিছু ভুল হয়ে যাক না!
আরো আরো কিছুক্ষণ
বিকেলের এই রোদে শেষ খেয়ায়
আরো কিছু পারাপার হোক না
বিনিময় হোক ঠিক এমনি দুটি মন
আরো কিছু ভুল হোক,
হোক না দুটি ঠোটে নেয়ে ঘেমে একাকার
আরো কিছু হয়ে যাক এই রাতে,
একরাশ শাদা মেঘ ভুল করে জড়ো হোক বারান্দায়
তারপর তুষারে ধুয়ে যাক জোসনা
আরো কিছু ভুল করে
চুপিসারে ঝিঝি পোকা
দেখে যাক আমাদের
হাতে হাত, কাধে মুখ, বুকে উষ্ণ নিশ্বাস
তারপর ভুল করে দুজনে মেলে ধরি পাখনা
আরো কিছু ভুল হয়ে যাক না!
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । আরও কিছু ভুল হয়ে যাক না ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: রোমান্টিক কবিতায় ভালো লাগা