নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

প্রেম-নিবেদন (কবিতা)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

তোমাকে একটি কথা বলবো বলে অনেকদিন
পেরিয়ে গেছে কত বসন্ত, কত আরব্য রজনী
বলা হয়ে গেছে শেহেরজানের হাজারও গল্প;

তোমাকে একটি কথা বলবো বলে অনেকদিন
ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে বরফযুগেই
গুহাবাসী মানুষেরা শুরু করেছে সভ্যতা!
তবু তোমাকে একটি কথা বলবো বলে অনেকদিন
মিশরীয়রা আবিষ্কার করলো হায়ারোগ্লিফিক
ফিনিশীয়রা বর্ণমালায় তাদের কথা সাজালো!

তবু তোমাকে একটি কথা বলবো বলে, অনেকদিন
বলা হয়নি যে কথাটি বলতে পারতাম অনেকবার
ডেকে গেছে কত কত ডাহুকের কণ্ঠ
এসেছিলো নাকি এই ফাকে হীরামনি সুখপাখি
বলে গেছে আলাওলের পদ্মাবতীর রূপ!
তবু বলা হয়ে উঠলো না একটি কথা অনেকদিন;

অথচ এসেছিলাম নেবুচাদ নেজার হয়ে
গড়েছিলাম ব্যাবিলনে শূণ্য উদ্যান,
যমুনার তীরে তাজমহল গড়তে
হয়েছিলাম সম্রাট শাহজাহান
এসেছিলাম পৃথিবীর অজস্র ঝড়াপাতা হয়ে;

তবু বলা হয়নি একটি কথা অনেকদিন
তোমাকে বলবো বলে,
এখনো ফুজিয়ামা আগ্নেয়গিরির মতো সুপ্ত হয়ে আছি
যে কোনো সময় হতে পারে অগ্ন্যুতপাত!
যে কোনো সময় বেরিয়ে আসতে পারে
মুখ ফুটে উত্তপ্ত লাভা...!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

নিকোলাস কলম্বাস বলেছেন: ভাল কবিতা!!!!!!!!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

স্বাধীন আকন্দ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য:)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

স্বাধীন আকন্দ বলেছেন: আপ্লুত হলাম ভাই:)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ ভালোবাসা! :) ভালই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.