নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানতে চাইলাম, “কী চাও তুমি?
চাইলে এনে দিতে পারি সবথেকে বড় ও দামি
কালিনান হীরকখন্ড,
এনে দিতে পারি চাঁদ থেকে তুলে আনা
দুষ্প্রাপ্য নুড়িপাথর,
এনে দিতে পারি গভীর অরণ্য থেকে
একগুচ্ছ কালো গোলাপ,
আর্কটিক অঞ্চলের তুষার শুভ্র কিংবা
মধ্যরাতের বর্ণিল অরোরা,
আস্ট্রেলিয়ার উপকূল থেকে এনে দিতে পারি
দক্ষিণ সাগরের শ্বেত-মুক্তা;
তুমি চাইলেই এনে দিতে পারি সব!"
কিন্তু তুমি এসবের কিছুই চাইলে না!
তুমি চাইলে ‘সময়’!
আমি যেন থাকি তোমার পাশে আরো কিছুক্ষণ;
পৃথিবীর সবথেকে দামি আর দুষ্প্রাপ্য জিনিস
যা কিনা তুমি চাইলে আমার কাছে!
©somewhere in net ltd.